অন্যদিকে, সাধারণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে মেয়াদকালীন এফডি গুলিতে ৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, ১ বছরের মেয়াদকালীন সময়ের জন্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ এবং সুপার সিনিয়র নাগরিকদের জন্য ৭.৬৫ শতাংশ সুদের হার প্রদান করছে। সংশোধিত এই সুদের হারগুলি দেশীয়, এনআরও এবং এনআরই-দের জমা করা এফডির ক্ষেত্রেও প্রযোজ্য। এমনটাই জানানো হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে।
advertisement
আরও পড়ুন, নেলকাটারের সঙ্গে কেন দুটো ছোট চাকু থাকে, জানেন কী কী কাজে এগুলি ব্যবহার করতে হয়
আরও পড়ুন, একই স্কুল থেকে প্রথম ও দ্বিতীয়, কাউন্সেলিং কবে? দেখুন জয়েন্টের পুরো মেধাতালিকা
সম্প্রতি দেশের বেশ কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সেই তালিকায় ঢুকে গেল। এই ব্যাঙ্কের বিভিন্ন বছরের মেয়াদকালীন সময়ের সুদের হারে ফিক্সড ডিপোজিট রেট জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট কিংবা নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে পারেন।