Adhaar-PAN লিঙ্ক- এখনও পর্যন্ত প্যান কার্ডের (Pan Card) সঙ্গে আধার লিঙ্ক না করে থাকলে এখনই করে নিন ৷ প্যান ও আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন ২০২১ ৷ আয়কর বিভাগের তরফে প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন ৩০ জুন নির্ধারিত করা হয়েছে ৷ ৩০ জুনের মধ্যে যাঁদের প্যান ও আধার লিঙ্ক থাকবে না তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতে হবে ৷ পাশাপাশি প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের কার্ড বন্ধ হয়ে যেতে পারে- আপনিও স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে ৩০ জুনের আগে প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক না করলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে ব্যাঙ্ককে ৷ এছাড়া সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ৷
দিতে হতে পারে দ্বিগুণ TDS- ৩০ জুনের আগে ইনকাম ট্যাক্স ফাইল না করলে জুলাইয়ে টিডিএস দিতে হবে ৷ আয়কর বিভাগের তরফে, ট্যাক্স জমা না দেওয়ার ক্ষেত্রে বেশ কড়া নিয়ম জারি করা হয়েছে ৷ আর্থিক বছর ২০২০-২১ ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য আইটিআর ফাইল করার জন্য সময় সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে ৷ নয়া নিয়ম অনুযায়ী, আইটিআর ফাইল না করে থাকলে তাঁদের বেশি TCS দিতে হবে ৷ নয়া নিয়ম অনুযায়ী, ১ জুলাই ২০২১ থেকে TDS ও TCS ১০-২০ শতাংশ হবে যা সাধারণত ৫-১০ শতাংশ হয় ৷
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য রেজিস্ট্রেশন - করোনা মহামারির মধ্যে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ২০০০ টাকার অষ্টম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে ৷ কিন্তু এখনও অনেক কৃষক রয়েছেন যাঁরা এই স্কিমে রেজিস্ট্রেশন করেনি ৷ এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ ৩০ জনের মধ্যে রেজিস্ট্রেশন করালে পেয়ে যাবেন ৪০০০ টাকা ৷
৩০ জনের আগে জেনে নিন নতুন IFSC কোড- সিন্ডিকেট ব্যাঙ্কের (Syndicate Bank) গ্রাহকদের জন্য এই খবরটি অত্যন্ত জরুরি ৷ ১ এপ্রিল ২০২০ সিন্ডিকেট ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছিল কানাড়া ব্যাঙ্কের সঙ্গে ৷ এর জন্য ১ জুলাই থেকে বদলাতে চলেছে ব্যাঙ্কের IFSC কোড ৷ সিন্ডিকেট ব্যাঙ্কের IFSC কোড কেবল ৩০ জুন পর্যন্ত কার্যকারী থাকবে ৷ ১ জুলাই থেকে ব্যাঙ্কের নতুন IFSC কোড লাগু করা হবে ৷
SBI, HDFC-সহ একাধিক ব্যাঙ্ক বদলাতে চলেছে নিয়ম- SBI, HDFC, ICICI ও ব্যাঙ্ক অফ বরোদা প্রবীণ নাগরিকদের জন্য স্পেশ্যাল এফডি অফার নিয়ে এসেছে ৷ এই অফারটি ৩০ জুন ২০২১ শেষ হয়ে যাবে ৷