সবার আগে ZTE সবচেয়ে সস্তা ৪জি স্মার্টফোন Blade Qlux লঞ্চ করেছিল ৷ এর দাম মাত্র ৪,৯৯৯ টাকা ৷ ৪.৪ কিটক্যাট সিস্টম রয়েছে এই ফোনে ৷ কিন্তু ৫.০ ললিপপে ফোনটিকে আপগ্রেড করা যেতে পারে ৷ ডিসপ্লে ৪.৫ ইঞ্চ ৷ স্ক্রিন রিজালিউসন ৮৫৪×৪০০ পিক্সেল ৷ ফোনটিতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ৷ ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সল ৷ ১.৩GHZ কোয়ালকোর প্রসেসর রয়েছে ৷ পাশাপাশি রয়েছে ৪জিবি ইন্টারনাল মেমরি ও ১ জিবি র্যাম ৷
advertisement
Yu Yunique স্মার্টফোনে রয়েছে ৪.৭ ইঞ্চ ডিসপ্লে গোরিলা গ্লাস ৩ প্রোটেক্টর ৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট ৷ ফোনের ইন্টারনাল মেমরি ৪ জিবি ৷ পাশাপাশি রয়েছে ১ জিবি র্যাম মেমরি ৷ ৮ মেগাপিক্সল ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ ৷ ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সল ৷ ফোনটির দাম ৫,৩৯০ টাকা ৷
Lenovo-র A2010 কেবল ফ্লিপকার্টেই পাওয়া যায় ৷ ৪.৫ ইঞ্চের ডিসপ্লের ওই ফোনটিতে ১ জিবি র্যাম ও ৪জিবি ইন্টারনাল মেমরি রয়েছে ৷ ফোটোগ্রাফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা ৷ এই ফোনটির দাম ৪,৯৯০ টাকা ৷
Infocus M2 স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সল রিয়ার ও ৮ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ এর USP হল যে দুটি ক্যামেরাই ফ্ল্যাশ রয়েছে ৷ এই ফোনে ৩জি বা ৪জি দুই ব্যবহার করা সম্ভব ৷ ১.৩GHz অক্টাকোর প্রোসেসর রয়েছে ৷ অ্যান্ড্রোয়েড ৪.৪ কিটক্যাট সিস্টেম সঙ্গে রয়েছে ৪.২ ইঞ্চ স্ক্রিন ৷ ফোনটিতে রয়েছে ২,০১০mAH ব্যাটারি ৷ ফোনটির মূল্য ৫,৪৯৯ টাকা ৷
চিনের Phicomm Energy 653 স্মার্টফোনটি ৪জি অ্যানড্রোয়েড ফোন ৷ ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চ ৷ রয়েছে ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম ৷ ৪জিবি ইন্টারনাল মেমরি ও ১ জিবি র্যাম রয়েছে ৷ ৬৪ জিবি পর্যন্ত মেমরি এক্সপ্যান্ড করা সম্ভব ৷ ৩জি ও ৪জি অপশন রয়েছে ৷ ব্যাটারি ২,৩০০ mAH ৷ ফোনটির দাম ৪,৯৯৯ টাকা ৷