TRENDING:

পাঁচ দিনে গায়েব ২০ লাখ কোটি টাকা! রইল শেয়ার বাজার পতনের ৫ প্রধান কারণ!

Last Updated:

বাজারের পতন হয় কেন? বিশেষজ্ঞরা ৫টি কারণের দিকে আঙুল তুলছেন। দেখে নেওয়া যাক সেগুলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উঠলে, দুহাত ভরে টাকা আসবে। আর পড়লে, বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা জলে। শেয়ার বাজারের হিসেবটা এমনই। সপ্তাহের শেষ দিনে ব্যাপক বেচাকেনা হয়েছে, কিন্তু সূচক পড়তির দিকে। এনএসই-র নিফটি ৩২১ পয়েন্ট কমে ১৭,৮০৭-এ বন্ধ হয়েছে। অন্য দিকে, বিএসই-র সেনসেক্সের পতন হয়েছে ৯৮১ পয়েন্ট। বন্ধ হয়েছে ৫৯,৮৪৫-এ। কিন্তু প্রশ্ন হল, বাজারের পতন হয় কেন? বিশেষজ্ঞরা ৫টি কারণের দিকে আঙুল তুলছেন। দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement

শেয়ার বাজারে দরপতন কেন: বিশেষজ্ঞরা শেয়ার বাজার পতনের জন্য যে ৫টি কারণকে দায়ী করছেন, সেগুলি হল – করোনা আতঙ্ক, বিশ্বব্যাপী মন্দার লক্ষণ, উচ্চ সুদের হার, ব্যয়বহুল বাজার মূল্যায়ন এবং মার্কিন মুদ্রাস্ফীতি এখনও যথেষ্ট বেশি।

মার্কিন বাজারেও কি এমনটা হয়: হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি প্রধান বেঞ্চমার্ক সূচক ডাও জোন্স, নাসডাক এবং এসএন্ডপি-তে ব্যাপক পতন হয়েছে। ডিসেম্বরে ডাও জোন্স পড়েছে -৩ শতাংশ। এসঅ্যান্ডপি – ৪.৬৮ শতাংশ কমেছে। একই সময়ে, প্রযুক্তির প্রধান সূচক নাসডাকের পতন হয়েছে সবচেয়ে বেশি, -৭.৯৬ শতাংশ।

advertisement

অন্যান্য বাজারেরও কি পতন হয়েছে: ইক্যুইটি-বন্ড মিশ্র সূচক অর্থাৎ ব্লুমবার্গ সূচক (৬০:৪০) চলতি বছর অর্থাৎ ২০২২ সালে ১৭ শতাংশ কমেছে। এর মধ্যে ৬০ শতাংশ আসে শেয়ারবাজার থেকে এবং ৪০ শতাংশ আসে বন্ড মার্কেট থেকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের কারণে সূচক কমেছে।

এখনও পর্যন্ত এই বছরের কথা হল… এবার বাকি কথা বলা যাক…: ১৮টি বড় ব্যাঙ্কের সমীক্ষায় দেখা গিয়েছে, নতুন বছর অর্থাৎ ২০২৩ সালে এসঅ্যান্ডপি সূচক ৪০৩৮-এর স্তর স্পর্শ করতে পারে। অর্থাৎ প্রবৃদ্ধির আশায় বুক বাঁধতে পারেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার মার্কিন স্টক মার্কেটের প্রধান বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি ৩৮২২-এ বন্ধ হয়েছে।

advertisement

এবার এসআইপি: নভেম্বরে এমএফ এসআইপি দাঁড়িয়েছে ১৩,৩০৭ কোটি টাকা। যথেষ্ট ভাল। যদিও ইক্যুইটি এমএফ ইনফ্লো ডিসেম্বরে ৭৬ শতাংশ কমেছে। নভেম্বর মাসে পিএমএস অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের গ্রাহকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

ডিসেম্বরে বিনিয়োগ করে কে কত টাকা পেল: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রি অব্যাহত রয়েছে। এই মাসে অর্থাৎ ডিসেম্বরে তারা ৮,৪৬৮ কোটি টাকা বিক্রি করেছে। যেখানে, দেশীয় বিনিয়োগকারীরা অর্থাৎ ডিআইআইগুলি ১৯,০৯৬ কোটি টাকা কিনেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নতুন বছরেও কি বাজারের পতন অব্যাহত থাকবে: বার্কলেস রিপোর্টে বলা হয়েছে, মন্দা হানা দিলে বিশ্ব বাজারে ১০ শতাংশ পর্যন্ত পতন হতে পারে। বিএনপি পরিবহন বলছে, বাজারমূল্য ব্যয়বহুল হয়ে গিয়েছে। ২০২৩ সালে পতনের আশঙ্কা রয়েছে। গোল্ডম্যান স্যাশে জানিয়েছে, ডিসেম্বরের শেষে নিফটি ২৫ হাজার ছুঁতে পারে। জেফ্রেরিস বলছে, বাজার মূল্যায়ণ ব্যয়বহুল, নিফটি ১৭৫০০ থেকে ১০৫০০-র মধ্যে থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পাঁচ দিনে গায়েব ২০ লাখ কোটি টাকা! রইল শেয়ার বাজার পতনের ৫ প্রধান কারণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল