TRENDING:

Union Budget 2021: কখন, কোথায় দেখা যাবে বাজেট, জেনে নিন

Last Updated:

সকাল ১১টার সময় লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ১ ফেব্রুয়ারি, সোমবার ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ হবে সংসদে। প্রতি বছরের মতো এই বছরও সমস্ত নিয়ম মেনে লোকসভায় পেশ হবে বাজেট। অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর NDA সরকারের অধীনে এটি নির্মলা সীতারমনের তৃতীয় বাজেট। সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে শুক্রবার অর্থাৎ ২৯ জানুয়ারি থেকে। এটি পেশ করার আগে শুক্রবার পার্লামেন্টে ইকোনমিক সার্ভে পেশ করেন তিনি। জেনে নিন আজ কোথায় দেখতে পাবেন বাজেট লাইভ আর কটা থেকে শুরু হবে বাজেট...
advertisement

কোথায় দেখবেন ২০২১-এর বাজেট?

১ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে সরাসরি সম্প্রচারিত হবে লোকসভা টিভিতে। টেলিভিশন সেটে লোকসভা টিভির চ্যানেলটি খুললেই দেখতে পাওয়া যাবে। পাশাপাশি, YouTube, Twitter-সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও লাইভ সম্প্রচার হবে। সেখান থেকেও দেখা যাবে। আর তা না হলে, অন্যান্য বেশ কিছু জাতীয় স্তরের সংবাদমাধ্যম বা টিভি চ্যানেলও লোকসভা টিভি থেকে এটির সম্প্রচার করবে। সেখান থেকেও বাজেট শোনা ও দেখা যাবে।

advertisement

ইউটিউবে বাজেট দেখায় জন্য ক্লিক করুন এই লিঙ্কে https://www.youtube.com/watch?v=Q9wNIyLdZLo&feature=youtu.be।

ট্যুইটারে আপডেটের জন্য এই লিঙ্কে https://twitter.com/FinMinIndia ক্লিক করুন।

ফেসবুকে আপডেটের জন্য এই লিঙ্কে https://www.facebook.com/finmin.goi/ এ ক্লিক করুন।

যদি একান্তই এই সব কিছু অ্যাকসেস করা না যায়, তা হলে সম্প্রতি অর্থমন্ত্রী বাজেটের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন, সেটিও ডাউনলোড করা যেতে পারে। সেখানেও বাজেট শেষে বাজেট সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।

advertisement

বাজেট যাতে সকলে বুঝতে পারেন এবং সকলের কাছে উপলব্ধ হয়, তার জন্য এবার মোবাইল অ্যাপ লঞ্চ করলেন অর্থমন্ত্রী। Union Budget Mobile App-টিতে বাজেটের পর এই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। যার অ্যাকসেস থাকবে সংসদের প্রতিনিধি ও সাধারণ মানুষদের কাছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অর্থমন্ত্রকের তত্ত্বাবধানে Union Budget Mobile App তৈরি করেছে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (NIC)। ১ তারিখ সংসদে বাজেট পেশ করার পর সমস্ত তথ্য এই অ্যাপে আপলোড করা হবে এবং তা সকলে দেখতে পাবেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS উভয় ব্যবহারকারীদের ক্ষেত্রেই উপলব্ধ হবে। এই বছর যেহেতু প্যানডেমিকের কথা মাথায় রেখে কোনও তথ্য কাগজে প্রিন্ট করা হচ্ছে না, তাই ডিজিটাল মাধ্যমকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2021: কখন, কোথায় দেখা যাবে বাজেট, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল