ফাইন্যান্সে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়:
৫.৫৫ শতাংশ পর্যন্ত ফাইন্যান্সের করা সম্ভব ৷ এর পাশাপাশি সংস্থা নিজেদের গ্রাহকদের মাত্র ৬৯৯৯ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে নতুন বাইক বা স্কুটার দিয়ে থাকছে ৷ যদি আপনি নতুন বাইক বা স্কুটার কিনছেন, তাহলে আপনি ১২,৫০০ টাকা পর্যন্ত লাভ নিতে পারবেন ৷
আরও পড়ুন-ডেবিট কার্ডের মাধ্যমেও ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সম্ভব, জানুন কী ভাবে
advertisement
হিরো সংস্থার ওয়েবসাইটে পাবেন সব তথ্য-
হিরো সংস্থা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত সব তথ্য শেয়ার করেছে ৷ যার মাধ্যমে জানা গিয়েছে, গ্রাহকরা এখন বাইক-স্কুটার কিনলে ৫০০০ টাকার লয়্যালটি/এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন ৷ এর পাশাপাশি গ্রাহকরা ২১০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্টও পাবন ৷ যদি গ্রাহক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে ৭,৫০০ টাকা পর্যন্ত অফার পেতে পারেন ৷
হিরো এক্সপালস্ ২০০ ৪ভি। গত ৭ অক্টোবর ভারতের বাজারে আসা এই বাইকের ২০০ সিসি ডিসপ্লেসমেন্টের ইঞ্জিনে চারটি বিশেষ ভাল্ব রয়েছে। যা ইঞ্জিনে অনেক বেশি পরিমাণ জ্বালানি এবং বাতাস ঢুকতে সাহায্য করবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। এই নতুন বাইকটিতে ১৩ লিটার পর্যন্ত তেল ধারণের ক্ষমতা হয়েছে।
খুব তাড়াতাড়ি সংস্থার পক্ষ থেকে তাদের ভেহিক্যাল পোর্টফোলিওর আপডেট করা হবে-
হিরো মোটোকর্প সংস্থা খুব তাড়াতাড়ি বাজারে তাদের নিজেদের ভেহিক্যাল পোর্টফোলিওর আপডেট করবে ৷ যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ হিরো মোটোকর্পের তরফে সংস্থার পরবর্তী মোটরবাইকের টিজারও প্রকাশ করা হয়েছে ৷ যার সঙ্গে Xtreme 160R-এর স্টিল এডিশনের মিল রয়েছে ৷ খুব তাড়াতাড়ি বাজারে এই বাইক আনছে সংস্থা ৷ এর মধ্যে কিছু নতুন দুর্দান্ত ফিচার্সও থাকবে ৷ গ্রাহকদের মধ্যে যা নিয়ে উৎসাহ তুঙ্গে ৷