যাঁরা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান তাঁদের জানা উচিত এফডি (FD) দুই রকমের হয় - সুদের হারে কোনও পরিবর্তন হয় না এমন ফিক্সড রেট এফডি (Fixed Rates FD) এবং রিজার্ভ ব্যাঙ্কের নীতির উপর ভিত্তি করে বদলাতে থাকে এমন ফ্লোটিং রেট এফডি (Floating Rates FD)।
আরও পড়ুন- ট্রেনের যাত্রীদের জন্য বড় সুবিধা! রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিশাল পাওনা
advertisement
ফ্লোটিং রেট এফডি-এর ভবিষ্যৎ কী?
সোনার পরে বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় বিকল্প হল ফিক্সড ডিপোজিট। যদিও গত কয়েক বছর ধরে ফিক্সড ডিপোজিটে সুদের হার কম থাকায় মানুষের আগ্রহ কমে গেলেও এখন সুদের হার বেড়ে যাওয়ায় মানুষ আবার এফডি লগ্নির কথা ভাবছেন।
ডিপোজিটে সুদ কীভাবে পরিবর্তন হয়?
আরবিআই যখনই রেপো রেট পরিবর্তন করে তখনই ঋণের ক্ষেত্রে সুদের হারও পরিবর্তিত হয়। এর প্রভাব ফিক্সড ডিপোজিটের উপরও পড়ে। আরবিআই যে হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা। ভারতীয় অর্থনীতিতে রেপো রেট হল প্রধান সুদের হার।
কী কী কারণে সুদের দর বেড়ে যায়?
বেশিরভাগ ব্যাঙ্কই ঋণের হার বেশি এবং ডিপোজিটের হার কম রাখতে চায় কারণ এর ফলে ব্যাঙ্কের নেট সুদের মার্জিন বেড়ে যায়। এছাড়া, ক্রেডিট ডিপোজিট অনুপাতের কারণেও ডিপোজিটের হার পরিবর্তিত হয়।বর্তমান মুদ্রাস্ফীতির পরিস্থিতি কেমন?
বর্তমানে মূল্যস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত ৬ শতাংশের উপরে রয়েছে। চলতি বছরে মূল্যস্ফীতির হার ৬.৭ শতাংশ হবে বলে জানিয়েছে আরবিআই। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত ৩ মাসে ৩ বার রেপো রেট ১.৪ শতাংশ বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুন- বৃহস্পতিবারে খুলে যেতে পারে ভাগ্য, লটারির দৌলতে হঠাৎ হতে পারেন কোটিপতি
ব্যাঙ্ক ডিপোজিটের দর কেন বাড়াবে?
সিডিআর কমে যাওয়ায় ব্যাঙ্কগুলি তাদের লোন বুকে উন্নতি দেখাতে চায়। ব্যাঙ্কগুলি আশা করছে যে গ্রাহকদের মধ্যে লোনের চাহিদা কমবে না। প্রতিযোগিতার বাজারে বেশিরভাগ ব্যাঙ্কই ঋণের হারের পাশাপাশি ডিপোজিটের হারও বৃদ্ধি করবে বলে আশা করা যায়।
ফিক্সড না ফ্লোটিং, কোনটা সেরা বিকল্প?
ব্যাঙ্কগুলির সুদের হার বৃদ্ধির দিক থেকে বিচার করলে বর্তমান সময়ে ফ্লোটিং রেট এফডিগুলি তুলনামূলক লাভজনক হিসেবে সামনে আসছে। তবে ব্যাঙ্কগুলি সুদের হার বাড়ালেই এটি ভালো রিটার্ন দেবে। যদি, ব্যাঙ্ক সুদের হার কমিয়ে দেয় তবে লোকসানও হতে পারে।
ফ্লোটিং রেট এফডি-র সবচেয়ে বড় সুবিধা কী?
ফ্লোটিং রেট ফিক্সড ডিপোজিটের সুবিধা হল সুদের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাহকের রিটার্নও বাড়বে। এই মুনাফা মুদ্রাস্ফীতিকে ছাড়িয়ে যেতে সাহায্য করবে।