দেখে নিন কীভাবে মিলবে ৩৬০০০ টাকা ? প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ছোট কৃষকদের পেনশন দেওয়ার যোজনা ৷ এই যোজনায় ৬০ বছর বয়সের পর প্রতি মাসে কৃষকরা ৩০০০ টাকা পেনশন পাবেন অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷
জমা করতে হবে না কোনও ডকুমেন্ট - দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফে এই যোজনা চালানো হয় ৷ কেন্দ্র সরকারের তরফে ৬০ বছর বয়স হয়ে গেলে কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে ৷ আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে এর জন্য আরও কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷
advertisement
কারা এই যোজনার সুবিধা নিতে পারবেন ?
>> কিষাণ মানধন যোজনার সুবিধা ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও ব্যক্তি সুবিধা নিতে পারবেন
>> এর জন্য আপনার কাছে ২ হেক্টরের বেশি চাষ যোগ্য জমি থাকলে হবে না
>> আপনাকে কমপক্ষে ২০ বছর এবং অধিকতম ৪০ বছরের জন্য ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত মাসে প্রিমিয়াম দিতে হতে পারে ৷ মাসে কত >> টাকা প্রিমিয়াম হবে তা নির্ভর করবে কৃষকের বয়সের উপরে ৷
>> ১৮ বছর বয়সে এই স্কিমের সঙ্গে যুক্ত হলে মাসে দিতে হবে ৫৫ টাকা ৷
>> ৩০ বছরে এই যোজনায় যুক্ত হলে দিতে হবে ১১০ টাকা ৷
>> এবং ৪০ বছরে যুক্ত হলে দিতে হবে ২০০ টাকা ৷