TRENDING:

PM Kisan: কৃষি সম্মানসূচক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন

Last Updated:

যে সব কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মানসূচক আর্থিক সহায়তা প্রকল্পের জন্য আবেদন করেননি তাঁরা এখনও আবেদন করতে পারবেন এবং এর সুবিধা পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেশের নাগরিকরা মুখে অন্ন তুলে দিতে নিরন্তর পরিশ্রম করে চলেন কৃষকরা। বিষয়টি শুধু তাঁদের জীবিকা হিসেবে দেখলে ভুল হবে। অথচ, দেশের বেশিরভাগ কৃষকেরই আর্থিক অবস্থা ভাল নয়। এই ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা তৈরি করে আবহাওয়া। প্রকৃতির খামখেয়ালের কারণে সব সময়ে প্রত্যাশামতো ফসল ঘরে তোলা সম্ভব হয় না। কৃষক তখন পড়ে যান আর্থিক অনটনে। সেই অভাব দূর করতে, পাশাপাশি কৃষিকাজকে সুসংহত রাখতে সরকারের তরফ থেকে অনুদানের সাহায্য পাওয়া যায়। কৃষি সম্মানসূচক আর্থিক সহায়তা প্রকল্প সেরকমই এক অনুদান।
News18
News18
advertisement

আসলে, কৃষি সম্মানসূচক আর্থিক সহায়তা প্রকল্প মূলত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্প। যা ভারতের সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, কৃষি উৎপাদনশীলতাকে উৎসাহিত করা, কৃষকদের আয় বাড়ানো।

advertisement

আরও পড়ুন- অবসরের পরই স্ত্রীর সঙ্গে অন্য খেলায় মেতে উঠেছেন কোহলি! নেট দুনিয়ায় ঝড় তুলল ছবি

এই বিষয়ে সহকারী কৃষি পরিচালক বলেছেন যে, যে সব কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মানসূচক আর্থিক সহায়তা প্রকল্পের জন্য আবেদন করেননি তাঁরা এখনও আবেদন করতে পারবেন এবং এর সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী কৃষক কল্যাণ তহবিল প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আবেদন করতে ব্যর্থ কৃষকদের জন্য, এই মাসের শেষ অর্থাৎ ৩১ মে, ২০২৫ তারিখ পর্যন্ত, রামনাথপুরম জেলার কামুদির কোট্টাইমেডু আঞ্চলিক কৃষি অফিসে একটি বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে।

advertisement

আরও জানানো হয়েছে যে, যে সব কৃষক তাঁদের জমির মালিকানা রেজিস্টার করেননি এবং যাঁরা তাঁদের আধার নম্বর নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করেননি, তাঁরা তাঁদের বিবরণ রেজিস্টার করে উপকৃত হতে পারেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে কৃষকদের নিজেদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হয়।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য –

advertisement

– এই প্রকল্পের আওতায় ২ হেক্টর বা তার কম জমির মালিক কৃষক পরিবারগুলি সুবিধা পেতে পারে।

– প্রতি বছর ৬,০০০ টাকা সহায়তা দেওয়া হয়, যা প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

– এই প্রকল্পে রেজিস্টার করার জন্য অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কৃষি সম্মানসূচক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল