আগে অধিকতম ৪৫ হাজার টাকা পর্যন্ত ফ্যামিলি পেনশন হত ৷ তবে এখন তা আড়াই গুণ বাড়িয়ে ১.২৫ লক্ষ টাকা করা হয়েছে ৷ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত রেফারেন্সের ভিত্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।
মন্ত্রকের তরফে জারি এক বয়ানে বলা হয়েছে, কেন্দ্রীয় সিভিল সেবা (পেনশন) নিয়ম ১৯৭২ অনুযায়ী ৫৪ এর উপ নিয়ম (11) অনুযায়ী, ৯০০০০ টাকা অধিকতম বেতনের ৫০ শতাংশ ও ৩০ শতাংশ ছিল ৷ স্বামী ও স্ত্রী দু’জনেই সরকারি কর্মচারী হলে এই নিয়ম অনুযায়ী, দু’জনের মৃত্যু হয়ে গেলে তাঁদের সন্তানরা দুটি ফ্যামিলি পেনশন পাবে ৷
এর আগে অধিকতম ৪৫ হাজার ও ২৭ হাজার টাকা প্রতি মাসে ছিল ৷ ষষ্ঠ বেতন আয়োগের রেকোমেন্ডেশন অনুযায়ী, আগে নির্দেশ অনুযায়ী, দুটি ফ্যামিলি পেনশন মিলিয়ে মোট ৪৫০০০ টাকা প্রতি মাসে ও ২৭০০০ টাকা প্রতি মাসে অর্থাৎ ৫০ শতাংশ এবং ৩০ শতাংশের বেশি হবে না ৷ ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ ৯০০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সপ্তম বেতম আয়োগের সুপারিশ লাগু হওয়ার পর অধিকতম বেতন সংশোধন করে ২.৫ লক্ষ টাকা প্রতি মাসে করে দেওয়া হয়েছে ৷ সংশোধন অনুযায়ী, ২.৫ লক্ষ টাকার ৫০ শতাংশ অর্থাৎ ১.২৫ লক্ষ টাকা এবং ২.৫ লক্ষ টাকার ৩০ শতাংশ অর্থাৎ ৭৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৷