TRENDING:

লিস্ট থেকে বাদ দেওয়া হতে পারে এই সমস্ত রেশন কার্ড, মিলবে না সুবিধা

Last Updated:

কোনও রেশন কার্ডে গত ৩ মাসে রেশন না নেওয়া হলে সেটি ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা পার্ট ২-তে যাদের কাছে রেশন কার্ড নেই তাদেরও বিনামূল্যে ৫ চাল/গম ও ১ কিলো ডাল নভেম্বর মাস পর্যন্ত দেওয়ার ঘোষণা করেছে ৷ দেশের বর্তমান পরিস্থিতি দেখে নভেম্বর ২০২০ পর্যন্ত এই সাহায্য দেওয়ার নিয়েছে ৷ এই যোজনায় দেশের ৮০ কোটি বেশি NFSA-কে এই সুবিধা দেওয়া হবে ৷ কিন্তু এর মধ্যেই বেশ কিছু জাল রেশন কার্ডের বিষয় সামনে এসেছে ৷ এই কার্ডে বেশ কয়েক মাস ধরে কোনও রেশন নেওয়া হয়নি ৷ জাল রেশন কার্ডে দেওয়া হবে না কোনও রেশন ৷
advertisement

সূত্রের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের কটনিতে জাল রেশন কার্ডে মিলবে না রেশন ৷ জানা গিয়েছে, কটনি জেলায় প্রায় ১২ হাজার পরিবার রয়েছে যারা ৩ মাস রেশন নেয়নি ৷ মনে করা হচ্ছে এই সমস্ত রেশন কার্ড নকল ৷ যদি তা সত্যি হয় তাহলে সামনে আসতে চলেছে বড় ঘোটালা ৷  পাশাপাশি কোনও রেশন কার্ডে গত ৩ মাসে রেশন না নেওয়া হলে সেটি ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে ৷ জাল রেশন কার্ড হলে সেটি লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে৷ জাল রেশন কার্ড আটকানোর জন্যই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, নভেম্বর পর্যন্ত এই যোজনার সময় বৃদ্ধি করার জেরে সরকারের ৯০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে ৷ যোজনা শুরু থেকে নভেম্বর পর্যন্ত সরকারের মোট দেড় লক্ষ কোটি টাকা খরচ হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লিস্ট থেকে বাদ দেওয়া হতে পারে এই সমস্ত রেশন কার্ড, মিলবে না সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল