সূত্রের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের কটনিতে জাল রেশন কার্ডে মিলবে না রেশন ৷ জানা গিয়েছে, কটনি জেলায় প্রায় ১২ হাজার পরিবার রয়েছে যারা ৩ মাস রেশন নেয়নি ৷ মনে করা হচ্ছে এই সমস্ত রেশন কার্ড নকল ৷ যদি তা সত্যি হয় তাহলে সামনে আসতে চলেছে বড় ঘোটালা ৷ পাশাপাশি কোনও রেশন কার্ডে গত ৩ মাসে রেশন না নেওয়া হলে সেটি ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে ৷ জাল রেশন কার্ড হলে সেটি লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে৷ জাল রেশন কার্ড আটকানোর জন্যই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷
advertisement
জানা গিয়েছে, নভেম্বর পর্যন্ত এই যোজনার সময় বৃদ্ধি করার জেরে সরকারের ৯০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে ৷ যোজনা শুরু থেকে নভেম্বর পর্যন্ত সরকারের মোট দেড় লক্ষ কোটি টাকা খরচ হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2020 12:52 PM IST