TRENDING:

‘‌ফেসবুক, Silver Lake–এর সঙ্গে বাণিজ্যিক চুক্তি রিলায়েন্সের বড় পরিকল্পনার অংশ’‌: Edelweiss

Last Updated:

ইরানি জানিয়েছেন, তাঁর মনে হয় এই পরিকল্পনা অত্যন্ত সুচিন্তা করেই নেওয়া হয়েছে, এবং সঠিক ভাবে প্রয়োগ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌মুম্বই:‌ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড খুব পরিকল্পনা মাফিক ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। শুধু নিজের বাণিজ্যিক স্বার্থেই নয়, ব্যালেন্স শিট শক্তিশালী করার কাজেও সমান তৎপর রিলায়েন্স। এমনই মত প্রকাশ করলেন Edelweiss Financial Services Ltd-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জল ইরানি।
advertisement

CNBC-TV18–কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রিলায়েন্সের এই ধর‌নের পদক্ষেপের ফলে স্বাভাবিক নিয়মে তাদের ঋণের পরিমাণ কমে আসছে।

এদিন একটি বিবৃতিতে ঘোষণা করা হয়, ফেসবুকের পর আরও এক মার্কিন সংস্থা বিশাল অঙ্কের বিনিয়োগ করছে জিও টেলিকমে ৷ মার্কিন বেসরকারি ইক্যুইটি ফার্ম Silver Lake জিও প্ল্যাটফর্মগুলিতে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করছে৷ স্বাভাবিক কারণে এটি একটি সংস্থার কাছে এক বড় সাফল্য বলে মনে করছেন অনেকেই৷

advertisement

তিনি জানিয়েছে, ‘‌রিলায়েন্স তাদের মূল ব্যবসা, জিও প্ল্যাটফর্মে স্ট্র‌্যাটেজিক পার্টনারদের যুক্ত করছে। সৌদি আরবের আরমকোর সঙ্গেও কথা চলছে। তাই বলা চলে, এটি একটি বড় পরিকল্পনার সামান্য অংশ মাত্র। এভাবে স্ট্র‌্যাটেজিক পার্টনারদের সঙ্গী করে নিয়ে ক্রমে ঋণের বোঝা কমিয়ে আনা ও সংস্থার মূল্য বৃদ্ধি করার কাজ তাঁরা করে যাবেন। এই কঠিন সময়ে সত্যিই বাণিজ্যের স্বাস্থ্য উন্নতির কাজ তাঁরা করছেন, এবং শক্তিশালী সংস্থা হিসাবে উঠে আসছেন।’‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ইরানি জানিয়েছেন, তাঁর মনে হয় এই পরিকল্পনা অত্যন্ত সুচিন্তা করেই নেওয়া হয়েছে, এবং সঠিক ভাবে প্রয়োগ করা হয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘‌ফেসবুক, Silver Lake–এর সঙ্গে বাণিজ্যিক চুক্তি রিলায়েন্সের বড় পরিকল্পনার অংশ’‌: Edelweiss
Open in App
হোম
খবর
ফটো
লোকাল