CNBC-TV18–কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রিলায়েন্সের এই ধরনের পদক্ষেপের ফলে স্বাভাবিক নিয়মে তাদের ঋণের পরিমাণ কমে আসছে।
এদিন একটি বিবৃতিতে ঘোষণা করা হয়, ফেসবুকের পর আরও এক মার্কিন সংস্থা বিশাল অঙ্কের বিনিয়োগ করছে জিও টেলিকমে ৷ মার্কিন বেসরকারি ইক্যুইটি ফার্ম Silver Lake জিও প্ল্যাটফর্মগুলিতে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করছে৷ স্বাভাবিক কারণে এটি একটি সংস্থার কাছে এক বড় সাফল্য বলে মনে করছেন অনেকেই৷
advertisement
তিনি জানিয়েছে, ‘রিলায়েন্স তাদের মূল ব্যবসা, জিও প্ল্যাটফর্মে স্ট্র্যাটেজিক পার্টনারদের যুক্ত করছে। সৌদি আরবের আরমকোর সঙ্গেও কথা চলছে। তাই বলা চলে, এটি একটি বড় পরিকল্পনার সামান্য অংশ মাত্র। এভাবে স্ট্র্যাটেজিক পার্টনারদের সঙ্গী করে নিয়ে ক্রমে ঋণের বোঝা কমিয়ে আনা ও সংস্থার মূল্য বৃদ্ধি করার কাজ তাঁরা করে যাবেন। এই কঠিন সময়ে সত্যিই বাণিজ্যের স্বাস্থ্য উন্নতির কাজ তাঁরা করছেন, এবং শক্তিশালী সংস্থা হিসাবে উঠে আসছেন।’
ইরানি জানিয়েছেন, তাঁর মনে হয় এই পরিকল্পনা অত্যন্ত সুচিন্তা করেই নেওয়া হয়েছে, এবং সঠিক ভাবে প্রয়োগ করা হয়েছে।