গত নভেম্বরের পর চার মাস যেতে না যেতেই ফের ছাঁটাই করল ফেসবুক। গত বছর যে ছাঁটাই হয়েছিল তা ফেসবুকের জন্মলগ্ন ২০০৪ সাল থেকে ১৮ বছরের ইতিহাসে সর্বাধিক ছাঁটাই প্রক্রিয়া ছিল। মাস কয়েকের মধ্যে যে ফের ছাঁটাইয়ের পথে হাঁটবে কোম্পানি তা অনেকেই কল্পনা করতে পারেনি। শুধু ১০ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে তা নয়, মেটার তরফে জানানো হয়েছে এর আগে যে ৫ হাজার যে শূন্যপদ রয়েছে তাও বাতিল করা হচ্ছে, অর্থাৎ সেই সকল পতে আর নিয়োগ হবে না।
advertisement
আরও পড়ুন: পোস্ট অফিসে টাকা রাখছেন ? বিনিয়োগ করার আগে জেনে রাখুন এই পাঁচটি তথ্য!
এত বড় ঘোষণার পর মার্ক জুকারবার্গ বলেছেন, 'আমরা আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এ ছাড়াও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি এমন ৫ হাজার পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।'' প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলির উপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। তবে এই ছাঁটাইয়ের পর মেটার স্টক লাফিয়ে বেড়েছে। ঘন ঘন এই ছাঁটাই পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।