TRENDING:

EPFO Updates: সরকারি-বেসরকারি চাকুরিজীবীদের জন্য বিরাট খবর! EPFO নিয়ে জানুন জরুরি এই আপডেট

Last Updated:

EPFO Updates: রিপোর্টে দাবি করা হয়েছে, ইপিএফও ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: ধাক্কা খেতে পারেন কোটি কোটি সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা। কর্মীদের জন্য PF এর সুদের হার হ্রাস হতে পারে। খবর অনুযায়ী, সরকার ২০২২-২০২৩ (FY23) আর্থিক বছরের জন্য PF আমানতের সুদের হার প্রায় ৮ শতাংশ রাখতে পারে।
EPFO নিয়ে জানুন জরুরি এই আপডেট
EPFO নিয়ে জানুন জরুরি এই আপডেট
advertisement

কেন্দ্রীয় সরকার ২০২১-২০২২ আর্থিক বছরের জন্য PF-এর উপর ৮.১ শতাংশ সুদের হার অনুমোদন করেছিল। বিষয়টি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, যে সরকার ২০২২-২০২৩ আর্থিক বছরের জন্য PF আমানতের সুদের হার প্রায় ৮ শতাংশ রাখতে পারে। যা আগের আর্থিক বছরের থেকে একটু কম। রিপোর্টে দাবি করা হয়েছে, ইপিএফও ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

advertisement

রিপোর্ট অনুযায়ী, EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) সুদের হার নিয়ে সিদ্ধান্ত নিতে এই মাসের শেষে বা মার্চের শুরুতে বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। এর পরে, ২০২২-২০২৩ সালের আয়ের ভিত্তিতে এটি ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড অডিট কমিটি দ্বারা সুপারিশ করা হবে।

২০২১-২০২২ আর্থিক বছর পিএফ অ্যাকাউন্টের সুদের হার শেষ ৪ দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল। ওই আর্থিক বছরের জন্য সরকার ৮.১ শতাংশ অনুমোদন করেছিল।

advertisement

আরও পড়ুন, বেসরকারি কর্মচারীদের মুখে ফুটবে হাসি! EPFO দিচ্ছে দুর্দান্ত সুবিধা, হবে বড় লাভ

আরও পড়ুন, বেসরকারি কর্মচারীদের জন্য বিরাট গিফট! হোলির আগেই সুখবর দিতে পারে মোদি সরকার

২০২০-২০২১ আর্থিক বছরের জন্য EPF আমানতের উপর ৮.৫ শতাংশ সুদের হার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি নির্ধারণ করেছিল। CBT হল EPFO-এর একটি ত্রিপক্ষীয় সংস্থা। এই সংস্থায় সরকার, কর্মচারী এবং নিয়োগকর্তাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। CBT-এর সিদ্ধান্ত EPFO-এর উপর বাধ্যতামূলক। এর নেতৃত্বে থাকেন শ্রমমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO Updates: সরকারি-বেসরকারি চাকুরিজীবীদের জন্য বিরাট খবর! EPFO নিয়ে জানুন জরুরি এই আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল