TRENDING:

EPFO: চাকরিজীবীদের জন্য বড় খবর! ইপিএফ-এ বাড়ল সুদের হার, তবু আক্ষেপ থাকবেই

Last Updated:

ইপিএফও-র কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত এবার অনুমোদনের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পাঠানো হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চাকরিজীবীদের জন্য কিছুটা হলেও সুখবর৷ সামান্য হলেও বৃদ্ধি পেল ইপিএফও অথবা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড৷ ২০২২-২৩ অর্থবর্ষে ইপিএফ-এ সঞ্চয়ের উপরে সুদের হার হবে ৮.১৫ শতাংশ৷ মঙ্গলবারই এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ইপিএফও৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

২০২১ -২২ অর্থবর্ষে ইপিএফও সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করে দিয়েছিল৷ ইপিএফও-তে প্রায় ৫ কোটি চাকরিজীবী উপভোক্তা হিসেবে নথিভুক্ত রয়েছেন৷ ১৯৭৭-৭৮ অর্থবর্ষে ইপিএফও-র সুদের হার কমে হয়েছিল ৮ শতাংশ৷ তার পর গতবছরই ইপিএফ-এর সুদের সবথেকে কমে গিয়েছিল৷ সেই হারই এবার সামান্য বৃদ্ধি পাওয়ায় উপকৃত হবেন কোটি কোটি চাকরিজীবী৷

আরও পড়ুন: Aadhaar-Pan লিঙ্কিংয়ের সময় আর বেশি নেই- জানুন সমস্ত জরুরি তথ্য! কারাই বা এই নিয়মের আওতায় পড়ছেন না?

advertisement

ইপিএফও-র কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত এবার অনুমোদনের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পাঠানো হবে৷ সেই অনুমোদন পেলেই ২০২২-২৩ অর্থবর্ষের নতুন হারে সুদ উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২০১৫-১৬ অর্থবর্ষে ইপিএফ-এ টাকা রেখে ৮.৮ শতাংশ হারে সুদ পেতেন চাকরিজীবীরা৷ ২০১৬-১৭ অর্থবর্ষে ইপিএফও-র সুদের হার কমে হয় ৮.৬৫ শতাংশ৷ ২০১৭-১৮ অর্থবর্ষে তা ছিল ৮.৫৫ শতাংশ৷ ফলে সামান্য বাড়লেও কয়েক বছর আগের তুলনায় এখনও ইপিএফ-ওর সুদের হার যথেষ্ট কম বলেই ধরে নিতে হবে চাকরিজীবীদের৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO: চাকরিজীবীদের জন্য বড় খবর! ইপিএফ-এ বাড়ল সুদের হার, তবু আক্ষেপ থাকবেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল