সাবস্ক্রাইবার্সদের ফ্রডের হাত থেকে বাঁচাতে ইপিএফও সময় সময়ে তাদের সতর্ক করতে থাকে ৷ সম্প্রতি EPFO সাবস্ক্রাইবার্সদের সতর্ক করার জন্য একটি অ্যালার্ট (EPFO Alert) জারি করেছে ৷ ট্যুইটে ইপিএফও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনও সদস্যকে ফোন করে ব্যক্তিগত বা ইপিএফও সংক্রান্ত কোনও তথ্য জানতে চাওয়া হয় না ৷ এরকম ফোন এলে অবশ্যই সতর্ক থাকবেন ৷
advertisement
ইপিএফও সাইবার ফ্রডের হাত থেকে বাঁচার জন্য অ্যালার্ট (EPFO Alert) জারি করেছে ৷ নিজেদের ওয়েবসাইটে ইপিএফও-র তরফে জানানো হয়েছে, #EPFO কখনও তাদের সাবস্ক্রাইবার্সদের থেকে পার্সোনাল ডিটেল যেমন আধার, PAN, UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ওটিপি ফোন বা সোশ্যাল মিডিয়ায় জানাতে বলে না ৷ সংস্থার তরফে এরকম গুরুত্বপূর্ণ তথ্য কখনও সোশ্যাল মিডিয়া বা ফোনের মাধ্যমে নেওয়া হয় না ৷ এছাড়া সংস্থার তরফে কখনও ব্যাঙ্কে টাকা জমা রাখার বিষয়েও কিছু বলা হয় না ৷
কীভাবে চেক করবেন পিএফ ব্যালেন্স (How to check my PF Balance?)
১. SMS এর মাধ্যমে- আপনার UAN নম্বর ইপিএফও-কাছে রেজিস্টার্ড থাকলে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স মেসেজের মাধ্যমে জানতে পারবেন ৷ এর জন্য 7738299899 নম্বরে EPFOENG UAN লিখে পাঠাতে হবে ৷ ENG হচ্ছে আপনি যে ভাষায় তথ্য পেতে চাইছেন ৷ এই পরিষেবা একাধিক ভাষায় যেমন ইংরেজি, পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়লাম ও বাংলায় পেয়ে যাবেন ৷ পিএফ ব্যালেন্স জানার জন্য আপনার UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷
২. মিসড কলের মাধ্যমে - রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 মিসড কল দিতে হবে ৷ এরপর EPFO-র তরফে মেসেজের মাধ্যমে আপনার পিএফ অ্যাকাউন্টে সংক্রান্ত সমস্ত তথ্য পাঠানো হবে ৷ এর জন্যেও UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷
৩. ওয়েবসাইটের মাধ্যমে- অনলাইন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য EPF পাসবুক পোর্টাল ভিজিট করতে হবে ৷ এই পোর্টালে নিজের UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ৷ এখানে Download/View Passbook ক্লিক করতে হবে এবং আপনার সামনে পাসবুক খুলে যাবে যেখানে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন ৷