TRENDING:

এবার যাত্রীদের জন্য বিলাসবহুল ‘ড্রোন’ আনতে চলেছে Emirates ! দেখে নিন বিষয়টা ঠিক কী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: বিমান পরিষেবায় তারা গোটা বিশ্বের প্রায় সবার মনই জয় করেছে ৷ বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় কোনও এয়ারলাইন্স সংস্থার যদি নাম নেওয়া হয়, তাহলে এমিরেটস এয়ারলাইন্সের নামই সবার আগে আসবে ৷ যদিও এইমুহূর্তে বিশ্বের একনম্বর এয়ারলাইন্স সংস্থা এমিরেটস নয় ৷ স্কাইট্র্যাক্সের বিচারে সংযুক্ত আরব আমিরশাহীর সংস্থাকে ছাপিয়ে গিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ বা জাপানের আনা অল নিপ্পন এয়ারওয়েজের মতো বিমান সংস্থারা ৷ কিন্তু তাতে কী, বিমান পরিষেবায় নতুন নতুন চমক আনতে বাকীদের চেয়ে অনেকাংশে এগিয়ে এমিরেটস ৷ এবার থেকে ‘শফারলেস’ ড্রোন সার্ভিস নিয়ে আসতে চলেছে এমিরেটস ৷ সোমবার, ১ এপ্রিল ট্যুইট করে একথা ঘোষণা করেছে দুবাইয়ের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা ৷
advertisement

এমিরেটসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই ড্রোনের সুবিধা নিতে পারবেন এমিরেটস স্কাইওয়ার্ডস প্ল্যাটিনাম সদস্যরা আগামী বছর, অর্থাৎ ২০২০-র এপ্রিল মাস থেকেই ৷ এই ড্রোনের মধ্যে থাকছে দুটি ফার্স্ট ক্লাস প্রাইভেট সুইট ৷ সুযোগ সুবিধায় ভরপুর এই ড্রোনের ভিতরটা কেমন দেখতে হবে, তা মোটামুটি নীচের ছবি দেখেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে ৷

advertisement

Photo Courtesy: Emirates/Twitter

বিলাসবহুল এই প্যাসেঞ্জাস ড্রোনগুলি চার-রোটোর যান ৷ রিক্লাইনিং সিটে গা এলিয়ে হাতে ড্রিঙ্কস এবং সঙ্গে এমিরেটস স্পেশ্যা ICE টেকনোলজির এন্টারটেনমেন্ট সব ব্যবস্থাই থাকবে ড্রোনের ভিতর ৷ এই ট্যুইট ৩১ মার্চ পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ৷

advertisement

advertisement

তবে ভুলে গেলে হবে না গতকাল, সোমবার ছিল পয়লা এপ্রিল ৷ অর্থাৎ ‘এপ্রিল ফুল’ দিবস ৷ তাই এমিরেটসের তরফে একদিন আগেই (৩১ মার্চ) এই এপ্রিল ফুল করা হয়েছে, না কি সত্যি এমন ড্রোনের পরিষেবা তারা আগামী বছর থেকে দিতে চলেছে ?  তা জানতে অপেক্ষা আর কিছু মাসেরই ৷

advertisement

আরও দেখুন---

সেরা ভিডিও

আরও দেখুন
হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার যাত্রীদের জন্য বিলাসবহুল ‘ড্রোন’ আনতে চলেছে Emirates ! দেখে নিন বিষয়টা ঠিক কী