TRENDING:

গ্রাহকদের জন্য সুখবর, বিনামূল্যে মিলবে সিলিন্ডার !

Last Updated:

সূত্রের খবর অনুযায়ী, তেল সংস্থা EMI ডেফারমেন্ট স্কিমের মেয়াদ আগামী এক বছর অর্থাৎ জুলাই ২০২০ পর্যন্ত বাড়াতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা সঙ্কটের মধ্যে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বড় ঘোষণা ৷ সূত্রের খবর অনুযায়ী, তেল সংস্থা EMI ডেফারমেন্ট স্কিমের মেয়াদ আগামী এক বছর অর্থাৎ জুলাই ২০২০ পর্যন্ত বাড়াতে পারে ৷ এর জের আগামী এক বছর পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা যারা এলপিজি সিলিন্ডার কেনেন তাদের ইএমআই-এর কোনও টাকা তেল সংস্থাকে দেওয়ার দরকার নেই ৷ উজ্জ্বলা যোজনার স্কিম অনুযায়ী, আপনি যদি এলপিজি কানেকশন নিয়ে থাকেন তাহলে গ্যাস স্টোভ-সহ মোট ৩২০০ টাকা দিতে হবে ৷ এর মধ্যে ১৬০০ টাকা ভর্তুকি সরকারের তরফে দেওয়া হয় আর বাকি ১৬০০ টাকা তেল সংস্থার তরফে দেওয়া হয় ৷ কিন্তু ইএমআই-এর মাধ্যমে এই ১৬০০ টাকা গ্রাহকদের তেল সংস্থাকে ফেরত দিতে হয় ৷
advertisement

EMI এর স্ট্রাকচার এমন করে করা হয়েছে যে গ্রাহকদের আলাদা করে টাকা তেল সংস্থাকে দেওয়ার দরকার নেই ৷ আপনি এলপিজি সিলিন্ডার রিফিল করান তাহলে, সাবসিডির টাকা যেটা আপনার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আসার কথা, সেটা আপনার অ্যাকাউন্টে না এসে তেল সংস্থাকে দেওয়া হয় ৷ এটা ততদিন দেওয়া হয় যতদিন আপনি ১৬০০ টাকা ফেরত না দিয়ে থাকেন ৷ একবার এই টাকা পুরো ফেরত দেওয়া হয়ে গেলে ভর্তুকি আপনার অ্যাকাউন্টে আসতে শুরু করে দেবে ৷

advertisement

১৪ কিলোর প্রথম ৬টি সিলিন্ডারে দিতে হবে না ইএমআই- পেট্রোলিয়াম মন্ত্রালয়ের নির্দেশে তেল সংস্থাগুলি EMI ডেফারমেন্ট স্কিম শুরু করতে চলেছে ৷ এখানে ১৪ কিলোর সিলিন্ডার নিলে ১ বছরে প্রথম ৬টির ক্ষেত্রে দিতে হবে না ইএমআই ৷ ৭ নম্বর সিলিন্ডার থেকে দিতে হবে EMI ৷

একই ভাবে ৫ কিলোর সিলিন্ডারের ক্ষেত্রে প্রথম ১৭টি সিলিন্ডারে দিতে হবে না ইএমআই ৷ ১৮ নম্বর সিলিন্ডার থেকে দিতে হবে ইএমআই ৷ ইএমআই না নিলে ভর্তুকি রেটে গ্রাহকরা সিলিন্ডার পাবেন ৷ সূত্রের খবর, পেট্রোলিয়াম মন্ত্রক তেল সংস্থাগুলিকে স্ট্যাটাস রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছে ৷ ২০১৯ এর পর যারা কানেকশন নিয়েছেন তারা এই সুবিধা পাবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

PMUY গ্যাস কানেকশন নেওয়ার জন্য দারিদ্র সীমার নীচে থাকা পরিবারের যে কোনও মহিলা এর জন্য আবেদন করতে পারবেন ৷ এর জন্য KYC ফর্ম ফিলআপ করে নিকটবর্তী এলপিজি কেন্দ্রে জমা করতে হবে ৷ জনধন অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর দিতে হবে ৷ আবেদন করার সময় জানাতে হবে আপনি ১৪.২ না ৫ কেজির গ্যাস সিলিন্ডার নিতে চান ৷ ফর্ম আপনি PMUY ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন বা এলপিজি কেন্দ্র থেকে নিতে পারেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য সুখবর, বিনামূল্যে মিলবে সিলিন্ডার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল