Tesla-র প্রতিষ্ঠাতা এবং সিইও এলন মাস্কের স্টার্টআপ সংস্থা Neuralink এবার তৈরি করছে হাই-ব্যান্ডউইথের ব্রেন মেশিন ইন্টারফেসেস ৷ যা হয়তো এতদিন কোনও সায়েন্স ফিকশন ছবিতেই শুধুমাত্র দেখা গিয়েছিল ৷ এর মাধ্যমে মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটরকে যোগ করা সম্ভব হবে ৷ এলন মাস্কের এই সংস্থার প্রচার খুব একটা কখনই হয়নি ৷ আগামী ১৬ জুলাই স্যান ফ্র্যন্সিসকোতে একটা ইভেন্টে এব্যাপারে কতদূর এগোনো সম্ভব হয়েছে, তা সংস্থার তরফে জানানো হবে ৷ Neuralink-এর তরফে জানানো হয়েছে, ‘ আমাদের আগামী মঙ্গলবার স্যান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠান রয়েছে ৷ যেখানে এর সম্পর্কে জানানো হবে, যে গত দু’বছরে এই কাজে কতদূর এগনো সম্ভব হয়েছে ৷ অনলাইনেও এই অনুষ্ঠানের কিছু আসন রিজার্ভের জন্য রাখা হয়েছে ৷ ’
advertisement
একটি মেডিক্যাল রিসার্চ সংস্থা হিসেবেই ২০১৬-তে আত্মপ্রকাশ হয়েছিল নিউরালিঙ্কের ৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক হাই-প্রোফাইল নিউরোসায়েন্টিস্টকেই এই সংস্থায় নিয়োগ করা হয়েছিল ৷