TRENDING:

Elon Musk to buy Twitter: জল্পনার অবসান, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে ট্যুইটার কিনছেন এলন মাস্ক

Last Updated:

Elon Musk to acquire Twitter: ট্যুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ মার্কিন ডলার দিতে রাজি হন এলন মাস্ক। ফলে গোটা ট্যুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন মার্কিন ডলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: সব জল্পনার অবসান ৷ মাইক্রব্লগিং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এবার কিনে নিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী উদ্যোগপতি এলন মাস্ক (Elon Musk to buy Twitter) ৷ তাঁর দেওয়া ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবে অবশেষে সম্মতি দিয়েছে ট্যুইটার বোর্ড ৷ অর্থাৎ এবার ট্যুইটারের মালিকানা পাওয়ার বিষয়টা চূড়ান্ত মাস্কের ৷
Elon Musk
Elon Musk
advertisement

ট্যুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ মার্কিন ডলার দিতে রাজি হন এলন মাস্ক। ফলে গোটা ট্যুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যে টাকার অঙ্ক হল ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটি টাকারও বেশি। তবে এই প্রস্তাব ট্যুইটার গ্রহণ করবে কী না, তা নিয়ে এতদিন নানা জল্পনা থাকলেও অবশেষে তাতে সম্মতি জানিয়েছে ট্যুইটার বোর্ড ৷ অর্থাৎ এবার সরকারি ভাবেই ট্যুইটারের মালিকানা আসতে চলেছে মাস্কের হাতে ৷

advertisement

আরও পড়ুন-করোনা ঠেকাতে এ কী করলেন শিক্ষক! ২০ লক্ষ টাকা জলের বিল নিয়ে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের

মাস্কের দেওয়া প্রস্তাব নিয়ে এর আগে সেভাবে কোনও মন্তব্য করেনি ট্যুইটার ৷ তাই মনে করা হচ্ছিল এই প্রস্তাব হয়তো ট্যুইটারের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না ৷ মাস্ক বলেছিলেন ট্যুইটারের সামগ্রিক সমৃদ্ধি ও সাফল্যের জন্যই সংস্থাটির ব্যক্তিগত মালিকানাধীন হওয়া উচিত ৷ শেষপর্যন্ত অবশ্য এলন মাস্কের দেওয়া প্রস্তাব মেনে নিল ট্যুইটার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এলন মাস্ক ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর ২৭৩.৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি রয়েছে। গাড়ি নির্মাতা সংস্থা টেসলার তিনি কর্ণধর ৷ পাশাপাশি স্পেসএক্স সংস্থার কর্ণধারও তিনি।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Elon Musk to buy Twitter: জল্পনার অবসান, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে ট্যুইটার কিনছেন এলন মাস্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল