TRENDING:

Starlink Price in India: ভারতে কত হবে ইলন মাস্কের স্টারলিঙ্ক-এর ইন্টারনেটের গতি, খরচ কত? জানুন বিশ্বের কোন দেশে কেমন দাম

Last Updated:

এই মুহূর্তে বিশ্বের প্রায় একশোটি দেশে পরিষেবা দিচ্ছে স্টারলিঙ্ক৷ এই দেশগুলিতে রেসিডেন্সিয়াল এবং রোমিং প্ল্যান রয়েছে তাদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য অবশেষে অনুমতি পেল ইলন মাস্ক-এর সংস্থা স্টারলিঙ্ক৷ সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷ এই নিয়ে ভারতে তৃতীয় কোনও সংস্থা স্যাটকম পরিষেবা দেওয়ার অনুমতি পেল৷ এর আগে ইউটেলস্যাট সংস্থার ওয়ান ওয়েব এবং রিলায়েন্স জিও-কে এই অনুমতি দিয়েছিল ভারতের টেলিযোগাযোগ মন্ত্রক৷
ভারতে পা রাখছে স্টারলিঙ্ক৷
ভারতে পা রাখছে স্টারলিঙ্ক৷
advertisement

ভারতে এখনও ইন্টারনেট পরিষেবার মূল্য অন্যান্য অনেক দেশের তুলনায় সস্তা৷ স্টারলিঙ্ক-এর পরিষেবার খরচ ভারতে কেমন হবে, তা এখনও ঘোষণা করেনি সংস্থা৷

আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য বিখ্যাত স্টারলিঙ্কের ভারতে পা রাখার খবরে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে৷ মূল আগ্রহ অবশ্যই স্টারলিঙ্কের উচ্চগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা ব্যবহারের খরচ কেমন তা জানার কৌতূহল৷ স্যাটেলাইট নির্ভর হওয়ায় প্রত্যন্ত, দুর্গম এলাকাতেও কাজ করবে স্টারলিঙ্ক-এর ইন্টারনেট৷

advertisement

শুধু আমেরিকা নয়, ভারতের দুই প্রতিবেশী বাংলাদেশ, ভুটানেও চালু রয়েছে স্টারলিঙ্কের পরিষেবা৷ টেলিযোগাযোগ মন্ত্রক সূত্রের খবর অনুযায়ী, এক বছরের মধ্যেই ভারতে পরিষেবা শুরু করতে পারে ইলন মাস্ক-এর সংস্থা৷ প্রতি মিনিটে স্টারলিঙ্কের ৬০০ থেকে ৭০০ জিবিপিএস ব্যান্ডওয়াইডথ -এর ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিঙ্ক৷ যদিও স্টারলিঙ্ক ইন্ডিয়া-র প্রাক্তন প্রধান সঞ্জয় ভার্গব ২০২২ সালে জানিয়েছিলেন, প্রথম বছর ইন্টারনেট পরিষেবার খরচ দাঁড়াতে পারে ১ লক্ষ ৫৮ হাজার টাকার মতো৷ দ্বিতীয় বছর থেকে তা কমে দাঁড়াতে পারে ১ লক্ষ ১৫ হাজার টাকা৷

advertisement

এই মুহূর্তে বিশ্বের প্রায় একশোটি দেশে পরিষেবা দিচ্ছে স্টারলিঙ্ক৷ এই দেশগুলিতে রেসিডেন্সিয়াল এবং রোমিং প্ল্যান রয়েছে তাদের৷ অধিকাংশ দেশেই রেসিডেন্সিয়াল প্ল্যানগুলি দুটি ভাগে বিভক্ত৷ ছোট বাড়িতে ব্যবহারের জন্য রেসিডেন্সিয়াল লাইট এবং যে সমস্ত বাড়িতে চাহিদা বেশি সেখানকার জন্য রেসিডেন্সিয়াল প্ল্যান রয়েছে স্টারলিঙ্ক-এর৷ এশিয়া মহাদেশে জাপান, মঙ্গোলিয়া, আজারবাইজান,ফিলিপিন্স, ইয়েমেন, জর্ডন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলিতে মূলত পরিষেবা দেয় স্টারলিঙ্ক৷ ভারতের দুই প্রতিবেশী ভুটান এবং বাংলাদেশেও স্টারলিঙ্কের উপস্থিতি রয়েছে৷

advertisement

আরও পড়ুন: সরব হয়েছেন মাস্ক, ট্রাম্পের ‘বিউটিফুল বিল’-এ সর্বনাশ ভারতেরও, হাতছাড়া হবে কোটি কোটি ডলার!

ভুটানে স্টারলিঙ্ক লাইট প্ল্যানের খরচ পড়ে মাসিক ৩০০০ টাকার মতো৷ রেসিডেন্সিয়াল প্ল্যানের জন্য খরচ হয় ৪২০০ টাকা৷ বাংলাদেশে এই দুই প্ল্যানের খরচ যথাক্রমে ৩০০০ এবং ৪০০০ টাকা৷ আবার মালয়েশিয়ায় রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের খরচ মাসিক ২৬০০ টাকার মতো, রেসিডেন্সিয়াল প্ল্যানের খরচ ৪৬০০ টাকা৷ জাপান এবং ফিলিপিন্সেও খরচ ৪ থেকে ৬ হাজার টাকার মধ্যে৷

advertisement

আমেরিকার দুই মহাদেশেই প্রায় প্রতিটি দেশে স্টারলিঙ্ক-এর পরিষেবা রয়েছে৷ নিউ ইয়র্কে রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের জন্য খরচ পড়ে ২৫০০ টাকার মতো৷ রেসিডেন্সিয়াল প্ল্যানের খরচ ৪০০০ টাকা৷ যুক্তরাজ্যে স্টারলিঙ্কের শুধুমাত্র রেসিডেন্সিয়াল প্ল্যানটিই চালু আছে৷ সেখানে এই প্ল্যানের খরচ পড়ে ৬৮০০ টাকা৷ ইতালিতে রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের খরচ ৩৪০০ টাকা, রেসিডেন্সিয়াল প্ল্যানের খরচ ৫০০০ টাকা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ ছাড়াও আফ্রিকা মহাদেশের নিগার, সিয়েরা লিয়োন, জিম্বাবোয়ে, মোজাম্বিক, লাইবেরিয়া, ঘানার মতো দেশে স্টারলিঙ্ক পরিষেবা দেয়৷ গোটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও রয়েছে স্টারলিঙ্কের পরিষেবা৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Starlink Price in India: ভারতে কত হবে ইলন মাস্কের স্টারলিঙ্ক-এর ইন্টারনেটের গতি, খরচ কত? জানুন বিশ্বের কোন দেশে কেমন দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল