TRENDING:

জুনের প্রথম সপ্তাহে বেড়েছে বিদ্যুতের ব্যবহার!

Last Updated:

গত বছর পুরো জুন মাসে বিদ্যুতের ব্যবহার প্রায় ১১ শতাংশ কমে ১০৫.০৮ কোটি ইউনিট ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে বিদ্যুতের ব্যবহার (electricity consumption) জুনের প্রথম সপ্তাহে ১২.৬ শতাংশ বেড়ে ২৫.৩৮ কোটি ইউনিটে পৌঁছে গিয়েছে ৷ বিদ্যুত মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর জুনের প্রথম সপ্তাহে ২২.৫৩ কোটি ইউনিট বিদ্যুত ব্যবহার হয়েছিল ৷
advertisement

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিদ্যুতের ব্যবহার এবং চাহিদার উন্নতি অত্যন্ত ধীর গতিতে হচ্ছে ৷ গত বছর পুরো জুন মাসে বিদ্যুতের ব্যবহার প্রায় ১১ শতাংশ কমে ১০৫.০৮ কোটি ইউনিট ছিল ৷ জুন ২০১৯ এ যা ছিল ১১৯,৯৮ কোটি ইউনিট ৷

কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের জেরে একাধিক রাজ্যে লকডাউন জারি হওয়ার কারণে মে মাসের প্রথম দিকে বিদ্যুত ২৬.২৪ কোটি ইউনিট ব্যবহার হয়েছিল ৷ দেখা গিয়েছে, মে মাসের প্রথম দিকের তুলনায় জুনের প্রথম সপ্তাহে বিদ্যুৎ ব্যবহরা ৩.৩৫ শতাংশ কমে গিয়েছে ৷

advertisement

জুনের প্রথম সপ্তাহে বিদ্যুতের গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ১৬৮.৭২ গিগাওয়াট ছিল ৷ গত বছর ৬ জুন ছিল যা ছিল ১৪৬.৫৩ গিগাওয়াট ৷ ২০১৯ সালে জুন মাসে অবশ্য এই সংখ্যাটা ছিল ১৮১.৫২ গিগাওয়াট ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লকডাউনে অফিস-কাছারি বন্ধ, শিল্পাঞ্চলগুলোতেও আটকে আছে কাজ। স্বাভাবিক ভাবে কমছে বিদ্যুৎ ব্যবহারের তাগিদও। কার্যত সেই কারণেই গত মাসে বিদ্যুৎ ব্যবহারে ঘাটতি হয়েছে অনেকটা। তবে আনলক প্রক্রিয়া জারি হতেই পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জুনের প্রথম সপ্তাহে বেড়েছে বিদ্যুতের ব্যবহার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল