বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিদ্যুতের ব্যবহার এবং চাহিদার উন্নতি অত্যন্ত ধীর গতিতে হচ্ছে ৷ গত বছর পুরো জুন মাসে বিদ্যুতের ব্যবহার প্রায় ১১ শতাংশ কমে ১০৫.০৮ কোটি ইউনিট ছিল ৷ জুন ২০১৯ এ যা ছিল ১১৯,৯৮ কোটি ইউনিট ৷
কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের জেরে একাধিক রাজ্যে লকডাউন জারি হওয়ার কারণে মে মাসের প্রথম দিকে বিদ্যুত ২৬.২৪ কোটি ইউনিট ব্যবহার হয়েছিল ৷ দেখা গিয়েছে, মে মাসের প্রথম দিকের তুলনায় জুনের প্রথম সপ্তাহে বিদ্যুৎ ব্যবহরা ৩.৩৫ শতাংশ কমে গিয়েছে ৷
advertisement
জুনের প্রথম সপ্তাহে বিদ্যুতের গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ১৬৮.৭২ গিগাওয়াট ছিল ৷ গত বছর ৬ জুন ছিল যা ছিল ১৪৬.৫৩ গিগাওয়াট ৷ ২০১৯ সালে জুন মাসে অবশ্য এই সংখ্যাটা ছিল ১৮১.৫২ গিগাওয়াট ৷
লকডাউনে অফিস-কাছারি বন্ধ, শিল্পাঞ্চলগুলোতেও আটকে আছে কাজ। স্বাভাবিক ভাবে কমছে বিদ্যুৎ ব্যবহারের তাগিদও। কার্যত সেই কারণেই গত মাসে বিদ্যুৎ ব্যবহারে ঘাটতি হয়েছে অনেকটা। তবে আনলক প্রক্রিয়া জারি হতেই পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷