TRENDING:

Earn Money: গাছ ভালবাসেন তাহলে বৃক্ষরোপণই হবে কামাল হবেন মালামাল, আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি!

Last Updated:

আবার এমন অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, যাঁরা এখন কৃষিকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বর্তমানে বহু মানুষ চাকরির তুলনায় প্রাধান্য দিচ্ছেন ব্যবসাকে। এমনিতেই চাকরির বাজারও খারাপ, ফলে ব্যবসার দিকেই ঝুঁকছেন অনেকে। আবার এমন অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, যাঁরা এখন কৃষিকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন। তবে তাঁরা গতানুগতিক ফসল ফলানোর পরিবর্তে ঔষধি গাছ কিংবা ফল, ফুল কিংবা কাঠ পাওয়া যেতে পারে, এমন সব গাছের চাষ করতে বেশি পছন্দ করছেন। কোনও ব্যক্তি যদি কৃষিকাজকে পেশা বানাতে চান, তা-হলে তিনি সেগুন গাছের চাষ করতে পারেন।
segun gach know how to start teak farming as new buisness opportunity
segun gach know how to start teak farming as new buisness opportunity
advertisement

এটা একটা দারুণ বিকল্প হতে পারে। কারণ এই গাছ দেখভাল করতে খরচও তেমন হয় না। পাশাপাশি কম জল এবং কম পরিশ্রমেই সেগুন গাছের চাষ করে প্রচুর আয় করা সম্ভব। তবে সেগুন গাছ থেকে আয় করার জন্য কমপক্ষে অপেক্ষা করতে হবে ১২ বছর। আর মজার বিষয় হচ্ছে, ১২ বছর পরে এক একর জমিতে চাষ করা সেগুন গাছ করে দিতে পারে কোটিপতি।

advertisement

আসলে বাজারে সেগুন কাঠের চাহিদা খুব বেশি। আর ভারতে বর্তমানে সেগুন কাঠের মোট চাহিদার সাপেক্ষে পাওয়া যায় মাত্র ৫ শতাংশ।

আরও পড়ুন - Paschim Medinipur News: ‘‘আল্লা মেঘ দে পানি দে’’ কাতর আর্তিতে শান্তি, প্রবল বৃষ্টি, চাষীরা স্বস্তিতে

একটি পরিসংখ্যান অনুযায়ী, বছরে ভারতে সেগুন কাঠের প্রয়োজন হয় ১৮০ কোটি ঘনফুট, যেখানে বছরে সেগুন কাঠ পাওয়া যায় মাত্র ৯ কোটি ঘনফুট। ফলে এই চাষ থেকে কতটা মুনাফা অর্জন করা সম্ভব, সেই ধারণাটা নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। সেগুন গাছের কাঠ তো দামী, সেটা আমরা সকলেই জানি। এর পাশাপাশি সেগুন গাছের ছাল এবং পাতার থেকে ওষুধও তৈরি করা যাহয়। প্লাইউড জাহাজ, রেলওয়ের কোচ এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করতে সেগুন কাঠ ব্যবহার করা হয়ে থাকে।

advertisement

আরও পড়ুন - রেলমন্ত্রীর মুখে শুভেন্দু স্তুতি! "বাংলায় যেভাবে 'সংঘর্ষ' করছেন শুভেন্দু অধিকারী তা প্রশংসনীয়:" অশ্বিনী বৈষ্ণব

সেগুন গাছের চাষ কীভাবে করতে হয়?

সেগুন গাছের চারা তৈরি করতে বিশেষ কোনও মাটির প্রয়োজন হয় না। দো-আঁশ মাটিতে সেগুন গাছ ভালো হয়। তবে জল জমে যায়, এমন জায়গায় সেগুন গাছ লাগানো উচিত নয়। জল জমে যাওয়ার কারণে সেগুন গাছ মরে যেতে পারে। স্বাভাবিক তাপমাত্রায় সেগুন গাছ ভালো থাকে। সাধারণত ১৫ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রায় এই গাছ ভালো ভাবে বেড়ে উঠতে পারে। আর বর্ষা শুরু হওয়ার ঠিক আগেই এই গাছের চারা রোপণ করা উচিত। কারণ এটাই গাছ রোপণের আদর্শ সময়।

advertisement

সেগুন গাছের চাষ করতে কত খরচ হয়?

সেগুন গাছের দাম সাধারণত একটু বেশিই হয়ে থাকে, কিন্তু কেউ যদি বীজ থেকে চারা তৈরি করে রোপণ করেন, তবে তা অনেক সস্তায় হয়ে যায়। জমিতে রোপণ করার জন্য সেগুন গাছের বয়স হতে হয় কমপক্ষে ১৮ মাস। এই কারণে অধিকাংশ কৃষক বীজ থেকে চারা তৈরি না-করে নার্সারি থেকে চারা কিনে লাগান। একটি ভালো জাতের সেগুন গাছের দাম হতে পারে প্রায় ৬০ টাকা। এক একর জমিতে অন্তত ৪০০টি সেগুন গাছ লাগানো যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Earn Money: গাছ ভালবাসেন তাহলে বৃক্ষরোপণই হবে কামাল হবেন মালামাল, আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল