India Pesticides IPO -তে ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাঙ্কর বিনিয়োগকারীরা ২২ জুন শেয়ারের জন্য বিড করতে পারবেন ৷ ইন্ডিয়া পেস্টিসাইডস IPO-এর প্রাইস ব্যান্ড ২৯০-২৯৬ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয়েছে ৷ সংস্থার শেয়ার বিএসই (BSE) ও এনএসই(NSE) দুই জায়গায় লিস্ট থাকবে ৷
advertisement
ইন্ডিয়া পেস্টিসাইডসের আইপিও ৮০০ কোটি টাকার হবে ৷ অর্থাৎ আইপিও-এর মাধ্যমে সংস্থা মার্কেট থেকে ৮০০ কোটি টাকা তুলবে ৷ সংস্থা ১০০ কোটি টাকার ফ্রেশ ইস্যু জারি করবে ৷ পাশাপাশি শেয়ারহোল্ডারদের ৪১৮.৬ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে ৷
India Pesticides একটি এগ্রিকেমিক্যাল ম্যানুফ্যাকচারার ৷ রিসার্চ ও ডেভেল্পমেন্টের উপর ফোকাসড এগ্রিকেমিক্যাল টেকনিক্যাল সংস্থা ৷ এই সংস্থা হার্বিসাইডস, ইনসেক্টিসাইডস ও ফাঙ্গিসাইড সেগমেন্টে ফর্মুলেশনেরও ব্যবসা করে থাকে ৷ সম্প্রতি সংস্থা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (APIs) তৈরি করছে ৷