আইপিও-র ইস্যু প্রাইস-
Clean Science-এর ইস্যু প্রাইস ৮৮০- ৮৯০ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয়েছে ৷ সংস্থার উদ্দেশ্য হচ্ছে আইপিও থেকে ১৫৪৬.৬২ কোটি টাকা জোগার করা ৷ সংস্থার ইস্যু সম্পূর্ণ ভাবে অফার ফর সেল হবে ৷
এর মধ্যে সংস্থার একাধিক প্রোমোটার তাঁদের অংশ বিক্রি করতে চলেছেন ৷ আইপিও থেকে পাওয়া টাকায় সংস্থার অংশ থাকবে না ৷ এই পুরো টাকা সেই প্রোমোটাররা পাবেন যাঁরা নিজেদের অংশীদারিত্ব বিক্রি করছেন ৷
advertisement
এই ইস্যুর ৫০ শতাংশ অংশ কোয়ালিফায়েড ইনস্টিটিউশন বায়ার্সের জন্য রিজার্ভ থাকবে ৷ রিটেল ইনভেস্টার্দের জন্য ৩৫ শতাংশ ও নন ইনস্টিটিউশনাল বার্য়াসদের জন্য ১৫ শতাংশ রিজার্ভ রয়েছে ৷
পুণের এই সংস্থার মোট আয় ডিসেম্বর ২০২০-তে শেষ হওয়া ত্রৈমাসিকে ৩৯৮.৪৬ কোটি টাকা ছিল ৷ এক বছর আগে সংস্থার মোট আয় ছিল ৩২২.৮৬ কোটি টাকা ৷ ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার নেট প্রফিট ছিল ১৪৫.২৭ কোটি টাকা ৷ ভারত-সহ চিন, ইউরোপ, আমেরিকা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও একাধিক দেশে এই সংস্থার গ্রাহক রয়েছে ৷