পত্রিকার কভার স্টোরির হেডলাইন যেখানে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২.০’, সেখানে ভিতরে কী বিষয় উল্লেখ থাকতে পারে, তার আন্দাজ করাটা খুব একটা কঠিন কাজ নয় ৷ অষ্টাদশ শতকে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত দখল নেওয়ার জন্য যা যা করেছিল, অ্যামাজনও ঠিক তেমন দিকেই এগোচ্ছে বলে আরএসএস-এর পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে ৷ সেখানে দাবি করা হয়েছে, অ্যামাজন ভারতের বাজারে একাধিপত্য বিস্তার করার জন্য যা খুশি করতে পারে ৷ পাশাপাশি অ্যামাজনে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও নিয়েও পঞ্চজন্য পত্রিকার মন্তব্য, ওই প্ল্যাটফর্মে এমনই সব সিরিজ এবং সিনেমা দেখানো হচ্ছে যা ভারতীয় সংস্কৃতির বিরোধী ৷
advertisement
পঞ্চজন্য-র ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, যে অ্যামাজন তাদের অনেক ‘প্রক্সি সংস্থা’ তৈরি করেছে এবং এমনও খবর রয়েছে, যে নিজের পক্ষে নীতি তৈরির জন্য বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা ঘুষও দিয়েছে ওই অ্যামাজন৷
গত দু' বছরে লিগ্যাল ফি-র নামে ৮৫৪৬ টাকা ঘুষ দিয়েছে অ্যামাজন (Amazon)। এমন চাঞ্চল্যকর অভিযোগ সম্প্রতি তুলেছে কংগ্রেসও। দলের (Congress) মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কিছুদিন আগে এই অভিযোগে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলে তার জবাব চেয়েছেন ।
কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কোন অফিসার এবং নেতাকে ৮৫৪৬ কোটি টাকার এই ঘুষ দেওয়া হয়েছে? এর পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, ছোট ব্যবসায়ী এবং শিল্প সংস্থাগুলির স্বার্থ জলাঞ্জলি দিয়ে অ্যামাজনের (Amazon) মতো ই-কমার্স সংস্থাকে একচেটিয়া বাজার দখলের সুযোগ করে দিতে আইন সংশোধনের জন্যই কি এই ঘুষ দেওয়া হয় কি না! আমাজনের যে ছ'টি সংস্থা এই ঘুষ দিয়েছে বলে অভিযোগ, তাদের নামও প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কংগ্রেস।