TRENDING:

UPI Payments: ইউপিআই পেমেন্ট করার সময়ে সাবধান, মুহূর্তের ভুলে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

Last Updated:

UPI Payments|Reserve Bank Guidelines|Bank Approval|Business: অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে ইউপিআই পেমেন্টের সময়, এক নজরে দেখে নেওয়া যাক এই ধরণের জালিয়াতি থেকে বাঁচার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে ক্রমাগত হারে বেড়ে চলেছে ডিজিটাল পেমেন্ট। অনলাইনে বিভিন্ন ধরনের পেমেন্ট অ্যাপের মাধ্যমে করা হচ্ছে যে কোনও ধরনের পেমেন্ট। এর ফলে মানুষের যেমন উপকার হচ্ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। এই ধরনের ডিজিটাল পেমেন্ট করার সময় একটু অসতর্ক হলেই ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এক নজরে দেখে নেওয়া যাক এই ধরণের জালিয়াতি থেকে বাঁচার উপায়।
ন্যাশনাল পেনশন স্কিম

ন্যাশনাল পেনশন স্কিম এক ধরএর সরকারি বিনিয়োগ স্কিম। এটা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভএপমেন্ট অথরিটি রেগুলেট করে। সবার প্রথমে এই যোজনা ২০০৪ সালে সরকারি কর্মীদের জন্য শুরু করা হয়েছিল। কিন্তু ২০০৯ সালে এই স্কিম সকল ক্যাটাগরির কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে। যে কোনও ব্যক্তি তার চাকরির সময় এই স্কিমের মাধ্যমে পেনশন অ্যাকাউন্ট খুলতে পারে।
ন্যাশনাল পেনশন স্কিম ন্যাশনাল পেনশন স্কিম এক ধরএর সরকারি বিনিয়োগ স্কিম। এটা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভএপমেন্ট অথরিটি রেগুলেট করে। সবার প্রথমে এই যোজনা ২০০৪ সালে সরকারি কর্মীদের জন্য শুরু করা হয়েছিল। কিন্তু ২০০৯ সালে এই স্কিম সকল ক্যাটাগরির কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে। যে কোনও ব্যক্তি তার চাকরির সময় এই স্কিমের মাধ্যমে পেনশন অ্যাকাউন্ট খুলতে পারে।
advertisement

UPI অ্যাড্রেস শেয়ার করা উচিত নয়

সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য কোনও সময় নিজের UPI অ্যাড্রেস অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। নিজেদের সেই UPI অ্যাড্রেস নিজেদের ফোন নম্বর, কিউআর কোড অথবা ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ইত্যাদি কোনও কিছুই হতে পারে। যে কোনও পেমেন্ট অথবা ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্যকে নিজেদের ইউপিআই অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছানোর অনুমতি দেওয়া উচিত নয়। অনেক সময় ফোন করে বলা হয় যে তারা ব্যাঙ্ক অথবা পেমেন্ট অ্যাপ কোম্পানি থেকে বলছে। এই সকল ফোন করে চাওয়া হয় ডিজিটাল ট্রানজাকশনের সঙ্গে জড়িত বিভিন্ন তথ্য। কিন্তু এই সকল তথ্য কখনও শেয়ার করা উচিত নয়। কারণ এগুলো ফ্রড কল। একটা কথা সবসময় মনে রাখা দরকার যে ব্যাঙ্ক অথবা কোনও পেমেন্ট অ্যাপ থেকে কল করে এই ধরনের তথ্য কখনও চাওয়া হয় না।

advertisement

আরও পড়ুন: Gold Price Today: বছরের শেষের বড় ধামাকা! কলকাতায় ১১ হাজার টাকা সস্তা সোনার দাম

UPI অ্যাপ আপডেট

অনেকেই ডিজিটাল পেমেন্ট করার জন্য যে অ্যাপের ব্যবহার করে থাকে, সেই অ্যাপ সময় মতো আপডেট করতে ভুলে যায়। এই ভুলটি অনেকেই করে থাকে। কিন্তু সবসময় সময় মতো মোবাইলের এই পেমেন্ট অ্যাপ আপডেট করা জরুরি। সবসময় UPI অ্যাপ সহ প্রত্যেকটি মোবাইল অ্যাপ লেটেস্ট ভার্সনে আপগ্রেড করা জরুরি। এর ফলে সেই সকল অ্যাপ বেশি সুরক্ষিত থাকে। অ্যাপের লেটেস্ট ভার্সন আপগ্রেড করা থাকলে অ্যাকাউন্টও সুরক্ষিত থাকে।

advertisement

আরও পড়ুন:  Punjab National Bank: PNB-তে অ্যাকাউন্ট থাকলেই বল্লে বল্লে! সরাসরি ৮ লক্ষ টাকার বিরাট সুবিধা পাচ্ছেন আপনি!

যে কোনও অ্যাপের ব্যবহার

ডিজিটাল পেমেন্ট করার জন্য যে কোনও পেমেন্ট অ্যাপের ব্যবহার করা উচিত নয়। কারণ এই সকল অ্যাপ ব্যবহার করার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে একটি কথা সবসময় মনে রাখা দরকার যে এই ধরনের ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার সময় কোনও ভুল হলে বা অসুবিধা হলে তাদের হেল্প সেন্টারের সাহায্য নেওয়া দরকার। এই সময়ে অন্য কারও থেকে সাহায্য নেওয়া উচিত নয়।

advertisement

আরও পড়ুন: Edible Oil Price Cut|Cooking Oil Price: বছরের শেষে বাম্পার খবর! মঙ্গলবার থেকে কিলো প্রতি সস্তা রান্নার তেলের দাম

অজানা লিঙ্ক এবং ফেক কল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখা দরকার সেটি হল যে কোনও অজানা লিঙ্কে ক্লিক না করা এবং ফেক কলের মাধ্যমে কিছু শেয়ার না করা। মেল অথবা মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হয়। এই সকল অজানা লিঙ্কেই লুকিয়ে রয়েছে বিপদ। এছাড়াও কারও সঙ্গে পিন, ওটিপি এবং অন্যান্য কোনও তথ্য শেয়ার করা উচিত নয়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UPI Payments: ইউপিআই পেমেন্ট করার সময়ে সাবধান, মুহূর্তের ভুলে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল