TRENDING:

HDFC ব্যাঙ্ক ও HDFC লিমিটেডের একত্রীকরণ, মিউচুয়াল ফান্ডে সমস্যা হবে না তো?

Last Updated:

এর ফলে ফান্ড ম্যানেজাররা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোমবার সকালে এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) সঙ্গে মিশে গিয়েছে এইচডিএফসি লিমিটেড (HDFC Ltd)। যার ফলে মূলধনের নিরিখে তৃতীয় বৃহত্তম সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। এখন থেকে এইচডিএফসি ব্যাঙ্কে ৪১ শতাংশ শেয়ার থাকবে এইচডিএফসি লিমিটেডের।
advertisement

এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাঙ্কের এই একত্রীকরণের প্রক্রিয়া আগামী ১৫ থেকে ১৮ মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে নিফটি ৫০ ইনডেক্সে দুটি কোম্পানির সম্মিলিত সত্তা ১০ শতাংশের বেশি হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের স্বতন্ত্র স্টকগুলিতে ১০ শতাংশের বেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয় না। এর ফলে ফান্ড ম্যানেজাররা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: মাত্র ৫ হাজার টাকায় শুরু করা যায় এই ব্যবসা, মাসে আয় হতে পারে ৩০ হাজার টাকা!

২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত নিফটি ৫০ ইনডেক্সে এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেড রয়েছে যথাক্রমে ৮.৪৩ শতাংশ এবং ৫.৬৬ শতাংশ। দুটি কোম্পানি একত্রীকরণের ফলে তা দাঁড়াবে ১৪.০৯ শতাংশে। ২০২০ সালে রিলায়েন্সের সঙ্গে এরকমই ঘটেছিল। নিফটি ৫০ ইনডেক্সে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ওজন ১৪ শতাংশের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।

advertisement

আরও পড়ুন: ঘরে বসেই জ্যাকপট জেতার সুযোগ ! জেনে নিন লটারির রেজাল্ট

এই প্রসঙ্গে ডিএসপি মিউচুয়াল ফান্ডের প্যাসিভ ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রোডাক্টের প্রধান অনিল গিলানি বলছেন, ‘বর্তমান মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে, নিফটি ৫০ সূচকে একীভূত হওয়া এইচডিএফসি ব্যাঙ্কের ওজন দুটি পৃথক কোম্পানির একটি সাধারণ মোট যোগফলের সমান হবে। সেটা প্রায় ১৪ শতাংশ’। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘এইচডিএফসি ব্যাঙ্কের বর্তমানে মোট ৭৯ শতাংশ ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ রয়েছে। যা দুই কোম্পানি মার্জ করার পর বেড়ে ১০০ শতাংশ হবে। কিন্তু উল্টোদিকে এইচডিএফসি-র হাতে থাকা শেয়ার বাতিল হয়ে যাবে’।

advertisement

তবে একত্রীকরণের এই পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করছেন ফান্ড ম্যানেজাররা। তাঁদের মতে, এর ফলে দীর্ঘমেয়াদে উপকৃত হবে এইচডিএফসি ব্যাঙ্ক। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফান্ড ম্যানেজারের কথায়, ‘দুটি সংস্থা মিশে যাওয়ার ফলে নতুন কোম্পানির ক্রেডিট কস্ট এবং অপারেটিং খরচ অনেক কম দেখাবে। অন্য দিকে, নগদ রিজার্ভ অনুপাতে কিছুটা প্রভাব পড়বে। তবে সামগ্রিকভাবে এতে লাভই হবে’।

advertisement

আরও পড়ুন: লক্ষ লক্ষ রেলের কর্মীদের জন্য সুখবর! এই দিনের মধ্যে পেয়ে যাবেন ডিএ

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫৪টি মিউচুয়াল ফান্ড স্কিমে এইচডিএফসি ব্যাঙ্কের ১.০১ লক্ষ কোটি টাকার শেয়ার রয়েছে। যা সমগ্র মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ইক্যুইটি সম্পদের ৫.৩৫ শতাংশ। অন্যদিকে এসিই এমএফ-এর তথ্য অনুযায়ী ৩২৮টি মিউচুয়াল ফান্ড স্কিমে এইচডিএফসি লিমিটেডের ৪৫,৪০৩ কোটি টাকার শেয়ার রয়েছে। যা সমগ্র মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ইক্যুইটি সম্পদের ২.৩৯ শতাংশ। বর্তমানে দুটি কোম্পানি মিশে যাওয়ায় মিউচুয়াল ফান্ডে তাদের একত্রে ১.৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ থাকছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
HDFC ব্যাঙ্ক ও HDFC লিমিটেডের একত্রীকরণ, মিউচুয়াল ফান্ডে সমস্যা হবে না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল