আরও পড়ুন : এই ১০ Mutual Fund ৫ বছরে আপনার টাকা দ্বিগুণ করতে পারে, দেখে নিন এক ঝলকে
জেলা উদ্যান পালন আধিকারিক পুনীত কুমার পাঠক স্থানীয় 18 কে জানান, সাম্প্রতিক সময়ে ড্রাগন ফল চাষের প্রতি কৃষকদের অনেক আগ্রহ বাড়ছে। ড্রাগন ফলের চাষ প্রচারের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় এবার ড্রাগন ফল চাষের পরিধি আরও বৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে৷
advertisement
পুনীত কুমার পাঠক জানিয়েছেন, ড্রাগন ফল চাষের জন্য কৃষকদের ৩ বছরের জন্য অনুদান দেওয়া হয়। প্রথম বছরে কৃষকদের কাছে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় বছরেও একই পরিমাণ অনুদান কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এর সুবিধা পেতে কৃষকদের প্রথমে হর্টিকালচার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে। প্রকল্পের সুবিধা পেতে হর্টিকালচার বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় আবেদন করতে হবে। আবেদন করতে ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড এবং দুটি ছবি লাগবে।
আরও পড়ুন : জমিতে আসল DAP-টাই দিচ্ছেন তো! সার আসল না নকল চিনবেন কী করে? এখনই জানুন
পুনীত কুমার পাঠক স্থানীয় 18 কে বলেন যে ড্রাগন ফলের চাষ কৃষকদের জন্য খুব উপকারী হতে পারে, কারণ ড্রাগন ফলের গাছগুলি কোন রোগে আক্রান্ত হয় না। অর্থাৎ এই গাছের পরিচর্চায় সেই অর্থে কোনও খরচই নেই৷ তাছাড়া কোনও প্রাণীও এই গাছকে আক্রমণ করে না, কারণ কাঁটায় সারা গাছ ভর্তি থাকে৷ একবার ড্রাগন গাছ রোপণ করে ঠিকঠাকভাবে যত্ন নিলে, চাষিরা প্রায় ৩০ বছর ধরে এর লাভ পাবেন।