স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের (Doorstep Banking Service) মাধ্যমে গ্রাহকেরা একদিনে ২০,০০০ টাকার বেশি জমা করতে পারবে না এবং তুলতেও পারবে না। ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে একটি চার্জ দিতে হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের ক্ষেত্রে নন-ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য চার্জের পরিমাণ ৬০ টাকা এবং জিএসটি। ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য চার্জের পরিমাণ ১০০ টাকা এবং জিএসটি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস পাওয়া যাবে কাজের দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য টোল ফ্রি নম্বর ১৮০০১১১১০৩-এ কল করতে হবে।
advertisement
আরও পড়ুন : বিনিয়োগ মাত্র ২ হাজার টাকা, পোস্ট অফিসের এই স্কিম করবে লাখপতি! জানুন বিশদে...
HDFC ব্যাঙ্ক
HDFC ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং (Doorstep Banking Service) সার্ভিসের মাধ্যমে গ্রাহকেরা একদিনে ২৫,০০০ টাকার বেশি জমা করতে পারবে না এবং তুলতেও পারবে না। ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য HDFC ব্যাঙ্কের গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে একটি চার্জ দিতে হয়। HDFC ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে টাকা জমা এবং তোলার জন্য চার্জের পরিমাণ ২০০ টাকা এবং জিএসটি।
ICICI ব্যাঙ্ক
ICICI ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের (Doorstep Banking Service) মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সার্ভিসের সুবিধা পেতে পারে। ICICI ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে তাদের প্যান, ফর্ম ৬০ এবং আধার নম্বর রেজিস্টার করা থাকতে হবে। বর্তমানে করোনা মহামারীর জন্য ICICI ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
Axis ব্যাঙ্ক
Axis ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকেরা একদিনে ৫০,০০০ টাকার বেশি জমা করতে পারবে না এবং তুলতেও পারবে না। ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য Axis ব্যাঙ্কের গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে একটি চার্জ দিতে হয়। Axis ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের প্রতিটি ট্রানজাকশনের চার্জের পরিমাণ ১০০ টাকা এবং সার্ভিস ট্যাক্স। Axis ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য ১৮৬০৪১৯৫৫৫৫ অথবা ১৮৬০৫০০৫৫৫৫ নম্বরে কল করতে হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য গ্রাহকদের টোল ফ্রি নম্বর ১৮০০১৮০২২২২-তে কল করতে হবে। এছাড়াও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য এই নম্বরে কল করা যেতে পারে- ০১২০২৪৯০০০০, ০১১২৮৭৫৭৩৩৯।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank)
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে গ্রাহকেরা ক্যাশ পিক আপ, ক্যাশ ডেলিভারি, ডিমান্ড ড্রাফট ডেলিভারি, কেওয়াইসি পেপারওয়ার্ক ইত্যাদি কাজ করতে পারবে।