ভারতীয় পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হল আমেরিকা। প্রতি বছর পোশাক, রত্ন, গাড়ির যন্ত্রাংশ, তথ্যপ্রযুক্তি এবং ওষুধ রফতানি করা হয় আমেরিকায়। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পণ্যের দাম বাড়বে আমেরিকায়, বিক্রিতে প্রভাব পড়তে পারে।
advertisement
ডলারের সাপেক্ষে ইতিমধ্যেই কমেছে টাকার দাম, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে টাকা আরও পতনের মুখে পড়তে পারে। সেই সঙ্গে বৃহস্পতিবার বড় ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার। মার্কিন বিনিয়োগকারীরা বিপুল শেয়ার বেচে দিতে পারেন। এর জেরে রাত পোহালেই বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন ভারতীয় বিনিয়োগকারীরা।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী রাজবাড়ির কুয়োয় ছলাৎ ছলাৎ শব্দ! জল সরাতেই বেরিয়ে এল ন’ফুটের সেই ভয়ঙ্কর প্রাণী
ভারতের উপর ট্রাম্পের খাপ্পা হওয়ার একাধিক কারণ রয়েছে। যার মধ্যে একটি যদি হয় ভারতে আমদানি করা মার্কিন পণ্যের উচ্চ কর, অন্য কারণ অবশ্যই রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম কেনা। ট্রাম্পের এই শুল্ক চাপানোয় কী প্রতিক্রিয়া দেয় ভারত সেটাই দেখার।