TRENDING:

৮০ শতাংশ যাত্রীদের সঙ্গে এবার অপারেট করবে অন্তর্দেশীয় বিমান

Last Updated:

হরদীপ সিং পুরি জানিয়েছেন, ডোমেস্টিক ফ্লাইটে ৮০ শতাংশ যাত্রী পরিবহণের অনুমতি দেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে বিমান যাত্রায় একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার ৷ এবার ধীরে ধীরে বেশ কিছু নিয়মে ছাড় দেওয়া হচ্ছে ৷ বৃহস্পতিবার ৩ ডিসেম্বর থেকে ৮০ শতাংশ যাত্রী নিয়ে চলবে অন্তর্দেশীয় বিমানগুলি বলে জানানো হয়েছে ৷ বেসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, ডোমেস্টিক ফ্লাইটে ৮০ শতাংশ যাত্রী পরিবহণের অনুমতি দেওয়া হয়েছে ৷
advertisement

এর আগে ১১ নভেম্বর  হরদীপ সিং জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতির আগের যাত্রী সংখ্যার তুলনায় এখন দেশের মধ্যে ৭০ শতাংশ যাত্রী পরিবহণ করতে পারবেন ৷ বৃহস্পতিবার ট্যুইটে তিনি আরও জানিয়েছেন,‘লকডাউনের পর অন্তর্দেশীয় বিমান পরিষেবা ২৫ মে থেকে ৩০ হাজার যাত্রীর সঙ্গে শুরু করা হয়েছিল ৷ ৩০ নভেম্বর পর্যন্ত সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ২.৫২ লক্ষে ৷’

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন ৷ সেই সময় ট্রেন, বাস থেকে বিমান পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল ৷ ২৫ মে থেকে ফের বিমান পরিষেবা চালু করা হয় ৷ সেই সময় কেবল ৩৩ শতাংশ বিমান পরিষেবার অনুমতি দেওয়া হয়েছিল ৷ তবে ধীরে ধীরে তা বাড়ানো হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৮০ শতাংশ যাত্রীদের সঙ্গে এবার অপারেট করবে অন্তর্দেশীয় বিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল