TRENDING:

এবার বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে সহজে খুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:

ভিডিও কলের মাধ্যমে গ্রাহকরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার অ্যাকাউন্ট খোলার জন্য আর ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই ৷ কারণ একাধিক ব্যাঙ্ক এবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার সুবিধা দিতে চলেছে ৷ এর জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে ৷ এই বছরের শুরুর দিকে আরবিআই ভিডিও-র মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া পুরো করার গাইডলাইন জারি করেছিল ৷ এর আগে গ্রামীণ এলাকায় অ্যাকাউন্ট খোলার জন্য আধারের ডেটার উপর নির্ভর করতে হত ৷
advertisement

ভিডিও কলের মাধ্যমে গ্রাহকরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আর এর পাশাপাশই ব্রাঞ্চলেস ব্যাঙ্কিং একটি নতুন দিশা পাবে ৷ এছাড়া রিমোট এলাকায় গ্রাহকদের কাছে সহজেই পৌঁছে যাওয়া যাবে ৷ বর্তমানে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে ফর্ম ফিলআপ করতে হয় বা এজেন্ট আপনার বাড়ি এসে ডকুমেন্টস ও স্বাক্ষর নিয়ে যায় ৷ কিছু ক্ষেত্রে অবশ্য আধারের ভিত্তিতে অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায় ৷ তবে ফুল সার্ভিস অ্যাকাউন্টের জন্য পেপার ডকুমেন্টেশন বাধ্যতামূলক ৷

advertisement

দেশের বেশিরভাগ ব্যাঙ্ক ভিডিও কেওয়াইিস প্রোডাক্ট নিয়ে তৈরি রয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেশ কিছু ব্যাঙ্ক আবার এটা লঞ্চও করে দিয়েছে ৷ বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ভিডিও-র মাধ্যমে কেওয়াইসির অনুমতি দিয়েছে ৷ এর মাধ্যমে যে কোনও জায়গা থেকে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ তবে এই সুবিধা কেবল সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য দেওয়া হচ্ছে ৷ এর জন্য গ্রাহকদের প্রথমে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন জানাতে হবে ৷ এরপর ব্যাঙ্কের এক আধিকারিক ভিডিও কলের মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া পুরো করবে ৷ এই পুরো ভিডিও সেভ করে রাখা হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে সহজে খুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল