NEFT, RTGS বা IMPS এর মাধ্যমে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে IFSC কোডের দরকার পড়ে ৷ প্রথমে যাকে টাকা পাঠাবেন তার ব্যাঙ্কের সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার করতে হয় ৷ এরপর NEFT, RTGS বা IMPS যে কোনও একটি মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন ৷ বেনিফিশিয়ারি অর্থাৎ যাকে টাকা পাঠাবেন তার নাম, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড দিতে হবে ৷
advertisement
আরবিআই-এর নিয়ম অনুযায়ী, এই সমস্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক ৷ কিছু ব্যাঙ্ক বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ম্যাচ করিয়ে থাকে সুনিশ্চিত করার জন্য যে সঠিক ব্যক্তির কাছে টাকা যাচ্ছে ৷ তবে এটা করা ব্যাঙ্কের জন্য বাধ্যতামূলক নয় ৷ দেখে নিন IFSC কোড ভুল দিলে কী হতে পারে ৷
IFSC অর্থাৎ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড ১১ ডিজিটের ইউনিক আল্ফানিউমেরিক কোড ৷ কোডের প্রথম ৪টি ডিজিট ব্যাঙ্কের নাম হয় ৷ পঞ্চম নম্বর “0" ও শেষ ৬ ডিজিট ব্রাঞ্চ কোড হয় ৷ সাধারণত ভুল IFSC দেওয়ার সম্ভাবনা কম কারণ ড্রপডাউন মেনুতে ব্যাঙ্কের ব্রাঞ্চের নামের ভিত্তিতে IFSC দেওয়া সুবিধা রয়েছে ৷ কিছু জায়গায় আবার IFSC কোড লিখতে হয় ৷ সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ৷ আপনি ভুল IFSC কোড দিলে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যেতে পারে ৷ তবে তার জন্য অন্য তথ্য ম্যাচ হতে হবে ৷
তবে দুটি ব্যাঙ্কে একই অ্যাকাউন্ট নম্বর হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ কিন্তু আবার অসম্ভবও নয় ৷ তাই সতর্ক থাকায় বুদ্ধিমানের কাজ ৷