কিন্তু আজ কোন স্টক কিনবেন! অনেকেই বিখ্যাত অ্যানালিস্ট শমীত বাগাডিয়া মনে করছেন আজ কেনা যেতে পারে রেমন্ডের শেয়ার। শেয়ারটি কিনতে হবে ৪৮০ তে। টার্গেট প্রাইস অর্থাৎ বিক্রি করার মূল্য হতে পারে ৫২০-৫৩০ টাকা।
অনেকেই ঝুঁকছে ইন্ডিয়া সিমেন্টের দিকে। এই শেয়ারের ক্রয়ের মূল্য বেঁধে দেওয়া হচ্ছে ২১০ তে। এটি ছেড়ে দেওয়া উচিত ২১৮-এ।
advertisement
১৭৮০ তে কিনে ছাড়তে হবে ১৮২৪-তে। এই লক্ষ্যমাত্রাই বেঁধে দিচ্ছেন ট্রেডাররা কোটাক মহিন্দার ক্ষেত্রে।
আরও পড়ুন-ভক্তের জোয়ারে সকাল থেকে পুজোর ব্যস্ততা দক্ষিণেশ্বরে, নিয়মের কড়াকড়ি মেনেই ভবতারিণী আবাহন
আইসিআইসিআই ডিরেক্ট রিসার্চ বলছে আজ ম্যাজিক দেখাতে পারে ব্যাঙ্ক অব বরোদা। এই মুহূর্তে ব্যাঙ্ক অব বরোদার শেয়ার দাঁড়িয়ে রয়েছে ১০১ টাকা ৪০ পয়সায়। এর টার্গেট প্রাইস অদূর ভবিষ্যতে হতে চলেছে ১২০ টাকা।।
এই মুহূর্তে মহিন্দ্রা লাইফস্পেস ডেভলপার্সের স্টকের মূল্য ২৮৪ টাকা ৩৫ পয়সা। এর টার্গেট ৩২৫ টাকা। অর্থাৎ শেয়ার উঠতে পারে ১৫ শতাংশ।