TRENDING:

বাজারে এল হিরে বসানো মাস্ক, দাম শুনলে কপালে উঠবে চোখ

Last Updated:

ইতিমধ্যেই বাজারের এসে গিয়েছে বিভিন্ন ডিজাইন ও রঙের মাস্ক ৷ এবার বাজারে এল হিরে বসানো মাস্ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে এখন একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ রাস্তায় বেরোলেই মাস্ক পড়তে হবে সকলকে ৷ ইতিমধ্যেই বাজারের এসে গিয়েছে বিভিন্ন ডিজাইন ও রঙের মাস্ক ৷ এবার বাজারে এল হিরে বসানো মাস্ক ৷ বিয়ে বাড়ি বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে এই মাস্ক তৈরি করেছে একটি গয়নার দোকান ৷ মাস্কের দাম প্রায় ১,৪০,০০০ টাকা ৷
advertisement

তবে এটাই প্রথম নয় ৷ পুণের এক ব্যক্তি পুরো সোনা দিয়ে ২.৮৯ লক্ষ টাকার মাস্ক তৈরি করেছিলেন ৷ এই মাস্কটি সোনার তৈরি হলেও সেটা বেশ পাতলা এবং নিঃশ্বাস নেওয়ার জন্য বেশ কয়েকটি ফুটো রয়েছে ৷ তবে করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে এই মাস্ক কতটা সক্রিয় তা নিয়ে তিনি খুব একটা নিশ্চিত নয় ৷

advertisement

করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে জামা কাপড়ের সঙ্গে মাস্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাই বিভিন্ন ব্র্যান্ড জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং মাস্ক তৈরি করছে ৷ কলমকারি থেকে সিল্ক সমস্ত রকমের মাস্ক এখন বাজারে পাওয়া যাচ্ছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাস্কের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত অনেকেই বাড়িতেই মাস্ক তৈরি করতে শুরু করে দিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে এল হিরে বসানো মাস্ক, দাম শুনলে কপালে উঠবে চোখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল