TRENDING:

ডেবিট ও ক্রেডিট কার্ডে এই বিশেষ সুবিধাও পাওয়া যায়, জেনে নিন বিস্তারিত....

Last Updated:

ক্রেডিট ও ডেবিট কার্ডের ভেরিয়েন্টের উপর নির্ভর করে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভারেজ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে বেশির ভাগ মানুষ ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন ৷ তবে শুধু টাকা তোলা বা পেমেন্ট ছাড়াও একাধিক সুবিধা পাওয়া যায় এই কার্ডে ৷ কিন্তু আমরা অনেকেই সে বিষয়ে জানি না ৷ একাধিক ব্যাঙ্ক ডেবিট ও ক্রেডিট কার্ড ইনস্যুরেন্স কভার দিয়ে থাকে ৷ আপনার কাছে কী ধরনের কার্ড রয়েছে তার উপর নির্ভর করবে কত টাকা ইনস্যুরেন্স কভার মিলবে ৷
advertisement

চেন্নাইয়ের ইন্ডিয়ান ব্যাঙ্কের (Indian Bank) এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ব্যাঙ্ক রুপে কার্ড প্রোগ্রাম অনুযায়ী, ডেবিট কার্ডে ইস্যুরেন্স কভার দেওয়া হয় ৷ তিনি আরও জানান, ব্যাঙ্কের তরফে জারি সমস্ত ক্রেডিট কার্ডে বিমা কভার মিলবে ৷ গ্রাহকের দুর্ঘটনায় মৃত্যু বা বিকলাঙ্গ হয়ে গেলে তাঁদের ইনস্যুরেন্স দেওয়া হয়ে থাকে ৷

ক্রেডিট ও ডেবিট কার্ডের ভেরিয়েন্টের উপর নির্ভর করে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভারেজ ৷ পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি কেবল দুর্ঘটনায় মৃত্যু বা আহত হয়ে মৃত্যু হলে কভার দিয়ে থাকে ৷

advertisement

এইচডিএফসি ব্যাঙ্কের সূত্রের খবর, ইনস্যুরেন্স কভারেজ নির্ভর করে গ্রাহকের ব্যাঙ্কের সঙ্গে কেমন সম্পর্ক ৷ ডেবিট ও ক্রেডিট কার্ড দুইয়ের জন্য বিমা কভারেজ ২ লক্ষ থেকে শুরু হয় ১০ লক্ষ টাকা পর্যন্ত ৷

তবে গ্রাহকরা এই সমস্ত সুবিধার বিষয়ে বেশির ভাগ সময়ই জানেন না ৷ এটা ব্যাঙ্কের দায়িত্ব গ্রাহকদের সমস্ত পরিষেবার বিষয়ে সচেতন করা ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ইনস্যুরেন্স কভার দাবি করার জন্য একটি শর্ত হচ্ছে কার্ড অ্যাক্টিভ থাকতে হবে এবং একটি বিশেষ টাইম ফ্রেমের মধ্যে ক্লেম করতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুপে ইনস্যুরেন্স প্রোগ্রাম অনুযায়ী, দুর্ঘটনার দিন থেকে ৯০ দিনের মধ্যে ক্লেম করতে হবে ৷ এবং ক্লেমের সঙ্গে সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ পাশাপাশি দুর্ঘটনার ৯০ দিন আগে কার্ড থেকে অ্যাক্টিভ ট্রানজাকশন থাকতে হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডেবিট ও ক্রেডিট কার্ডে এই বিশেষ সুবিধাও পাওয়া যায়, জেনে নিন বিস্তারিত....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল