মন্ত্রিসভার বৈঠকে এদিন ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গত ১২টি ত্রৈমাসিকের হিসেবে সবচেয়ে বেশি ৷ সাধারণ ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে ৷ কিন্তু মুদ্রাস্ফীতির পরিস্থিতি দেখে সরকার ৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর জেরে ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ৬২ লক্ষ পেনশনভোগীরা ৩৮ শতাংশ পর্যন্ত ডিএ পেয়ে যাবেন ৷ ডিএ বৃদ্ধি হলে তা চলতি বছরের জুলাই মাস থেকেই লাগু করা হবে এবং কর্মীদের গত মাসের বকেয়া টাকার সঙ্গে দেওয়া হবে ৷
advertisement
আরও পড়ুন: উৎসবের মরশুমে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন মোটা টাকা বোনাস
কেন্দ্রীয় মন্ত্রিমন্ডলের মার্চে হওয়া সপ্তম বেতন আয়োগ অনুযায়ী, ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করার অনুমতি দিয়েছিল ৷ এই হিসেবে বেসিক বেতনের ৩৪ শতাংশ করে দেওয়া হবে ডিএ ৷ ডিএ বৃদ্ধির জেরে কেন্দ্রীয় কর্মীদের বেতন ৬৮৪০ থেকে ২৭৩১২ টাকা বেড়ে যেতে পারে ৷
কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় এবং পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়ে থাকে ৷ চলতি বছরের মার্চ মাসে ডিএ সংশোধন করা হয়েছিল, যা এখন ৩ শতাংশ বেড়ে একজন কর্মীর বেতনের ৩৪ শতাংশ হয়েছে ৷ এরপর এবার ডিএ ৪ শতাংশ বাড়লে ৩৪ শতাংশ থেকে বেড়ে সেটা ৩৮ শতাংশ হতে চলেছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ ডিএ পেয়ে থাকেন ৷
ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত -
মন্ত্রিসভার বৈঠকরে রেল কর্মীদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মোদি সরকার এবার রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস দিতে চলেছে ৷ গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন দেওয়ার সুবিধা ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
আরও পড়ুন: তৃতীয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়জয়কার! বোনাসের পরে ৪% ডিএ বৃদ্ধি
এক সঙ্গে বাড়ানো হয়েছে ১১ শতাংশ ডিএ
মোদি সরকার গত বছর জুলাইয়ে কর্মচারীদের মহার্ঘ ভাতা এককালীন ১১ শতাংশ বাড়ানো হয়েছিল ৷ এর জেরে ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়ে গিয়েছিল ৷ করোনাকালে সরকার তিনটি ত্রৈমাসিকের মহার্ঘ ভাতা ফ্রিজ করে দিয়েছিল ৷ গত বছর জুলাই মাসে থেকে ডিএ ফের জারি করা হয় ৷ জানুয়ারি ২০২০, জুলাই ২০২০ এবং জানুয়ারি ২০২১ এর ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছিল ৷
কত টাকা বেড়েছে বেতন
৪ শতাংশ ডিএ বৃদ্ধির জেরে কর্মচারীদের বেতন অনেকটাই বাড়তে চলেছে ৷ যে কর্মীদের বেতন ৪০ হাজার টাকা তারা ৪ শতাংশ ডিএ বাড়লে গোটা বছরে ১৯২০০ টাকা বেশি বেতন পেতে চলেছেন ৷