TRENDING:

Winter Flower: শীতে একদম কম খরচে এই রঙিন ফুলের চাষ শুরু করুন, দ্বিগুন লাভবান হবেন, জানুন পদ্ধতি

Last Updated:

Winter Flower: শীতকালীন ফুল লাগানোর উপযুক্ত সময় হল এই নভেম্বর মাস। শীতকালে বিভিন্ন ধরনের রঙিন ফুল ফুটতে দেখা যায়। এমনই রঙিন ফুল চন্দ্রমল্লিকা শীতকালীন সময়ে খুব কম খরচেই চাষ করা সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: শীত মানেই প্রাণের ছোঁয়া। হিমের কনকনে ঠান্ডা আর চারিদিক কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। সঙ্গে পুলিপিঠের এক আলাদা অনুভুতি। যেন এক অপূর্ব পরিবেশের মেলবন্ধন। তবে এর সঙ্গে বাড়তি পাওনা বাহারি রঙের শীতকালীন সমস্ত ফুল। এমন কোনও মানুষ নেই যে ফুল ভালবাসে না। শীতকালীন ফুল লাগানোর উপযুক্ত সময় হল এই নভেম্বর মাস। শীতকালে বিভিন্ন ধরনের রঙিন ফুল ফুটতে দেখা যায়। অনেকেই টবে রঙিন ফুল লাগিয়ে থাকেন। আবার অনেকে এই সময় রঙিন ফুল চাষ করে থাকেন কিছুটা লাভের আশায়। তবে শীতকালীন সময়ে চন্দ্রমল্লিকা ফুল খুব কম খরচেই চাষ করা সম্ভব।
advertisement

আরও পড়ুন: চায়ে মেশান কয়েক চিমটে এই দুই মশলা…! পুরুষরা ফিরে পাবে হারানো যৌবন, বাড়বে পৌরুষ, বলছেন বিশেষজ্ঞ

কোচবিহারের এক কৃষক দুলাল সরকার জানান, এই ফুল চাষ করার জন্য মূলত কিছুটা খোলা জায়গা থাকা প্রয়োজন। জমি তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ফুল চাষে। প্রথমে গোবর সার এবং কিছুটা রাসায়নিক সার দিয়ে ভাল করে তৈরি করে নিতে হয় জমি। এছাড়াও এই গাছের পাতায় ফাঙ্গাস আক্রমণ হয় বেশি এবং ধসা ধরে যায়। এই কারণে ফাঙ্গিসাইট প্রতি ১০ থেকে ১২ দিন অন্তর অন্তর স্প্রে করা প্রয়োজন। চারা লাগানোর কিছুদিন পর গাছের আগা কেটে দিতে হয়। এতে গাছ লম্বা না হয়ে ছোট ঝোপের মতো হয়। চারা গাছে তাড়াতাড়ি ফুল এলে দ্রুত তুলে নিতে হয়। বড় আকারের ফুল পেতে হলে মাঝের কুঁড়িটি রেখে পাশের দু’টি কুঁড়ি কেটে ফেলতে হয়।

advertisement

View More

তিনি আরও জানান, মূলত দু’ধরনের, ছোটো সাইজের এবং বড় সাইজের চন্দ্রমল্লিকা বাজারে দেখতে পাওয়া যায়। বড় সাইজের চন্দ্রমল্লিকা প্রতিটি পিস প্রায় ৮ থেকে ১০ টাকা পাইকারি দামে বিক্রি হয়। তবে ছোটো সাইজের চন্দ্রমল্লিকা গোছা করে বিক্রি হয়। দশ থেকে বারোটি ফুলের একটি গোছা করে বিক্রি করা হয়। বেশ অনেকটা সময় পর্যন্ত ভাল পরিমাণ ফুল পাওয়া যায় একটি গাছ থেকে। তাই দুই ধরনের ফুলেই লাভ হয়ে থেকে প্রচুর পরিমাণে। ছোটো ফুলের চারার দাম প্রতিটি ৪ থেকে ৫ টাকা হয়। এছাড়া বড় ফুলের চারার দাম ৫ থেকে ৬ টাকা হয়ে থাকে। শীতকালে এই ফুলের চাহিদা থাকে বাজারে প্রচুর পরিমাণে। তাই এই ফুল চাষ করে যে কোনও কৃষক ভাল মুনাফার মুখ দেখতে পারবেন খুব সহজেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় দেখা যাচ্ছে না রাস্তা, চালকদের বুক ধড়ফড়! দুর্গাপুরের রাস্তায় নতুন বিপদ
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Winter Flower: শীতে একদম কম খরচে এই রঙিন ফুলের চাষ শুরু করুন, দ্বিগুন লাভবান হবেন, জানুন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল