আরও পড়ুন: চায়ে মেশান কয়েক চিমটে এই দুই মশলা…! পুরুষরা ফিরে পাবে হারানো যৌবন, বাড়বে পৌরুষ, বলছেন বিশেষজ্ঞ
কোচবিহারের এক কৃষক দুলাল সরকার জানান, এই ফুল চাষ করার জন্য মূলত কিছুটা খোলা জায়গা থাকা প্রয়োজন। জমি তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ফুল চাষে। প্রথমে গোবর সার এবং কিছুটা রাসায়নিক সার দিয়ে ভাল করে তৈরি করে নিতে হয় জমি। এছাড়াও এই গাছের পাতায় ফাঙ্গাস আক্রমণ হয় বেশি এবং ধসা ধরে যায়। এই কারণে ফাঙ্গিসাইট প্রতি ১০ থেকে ১২ দিন অন্তর অন্তর স্প্রে করা প্রয়োজন। চারা লাগানোর কিছুদিন পর গাছের আগা কেটে দিতে হয়। এতে গাছ লম্বা না হয়ে ছোট ঝোপের মতো হয়। চারা গাছে তাড়াতাড়ি ফুল এলে দ্রুত তুলে নিতে হয়। বড় আকারের ফুল পেতে হলে মাঝের কুঁড়িটি রেখে পাশের দু’টি কুঁড়ি কেটে ফেলতে হয়।
advertisement
তিনি আরও জানান, মূলত দু’ধরনের, ছোটো সাইজের এবং বড় সাইজের চন্দ্রমল্লিকা বাজারে দেখতে পাওয়া যায়। বড় সাইজের চন্দ্রমল্লিকা প্রতিটি পিস প্রায় ৮ থেকে ১০ টাকা পাইকারি দামে বিক্রি হয়। তবে ছোটো সাইজের চন্দ্রমল্লিকা গোছা করে বিক্রি হয়। দশ থেকে বারোটি ফুলের একটি গোছা করে বিক্রি করা হয়। বেশ অনেকটা সময় পর্যন্ত ভাল পরিমাণ ফুল পাওয়া যায় একটি গাছ থেকে। তাই দুই ধরনের ফুলেই লাভ হয়ে থেকে প্রচুর পরিমাণে। ছোটো ফুলের চারার দাম প্রতিটি ৪ থেকে ৫ টাকা হয়। এছাড়া বড় ফুলের চারার দাম ৫ থেকে ৬ টাকা হয়ে থাকে। শীতকালে এই ফুলের চাহিদা থাকে বাজারে প্রচুর পরিমাণে। তাই এই ফুল চাষ করে যে কোনও কৃষক ভাল মুনাফার মুখ দেখতে পারবেন খুব সহজেই।
Sarthak Pandit