TRENDING:

Cooking Oil Price: মধ্যবিত্তের জন্য বড় সুখবর! রান্নার তেলের দামে ফের বাম্পার পতন! রেট কত? দেখুন তালিকা

Last Updated:

Cooking Oil Price: ফের সস্তা হল ভোজ্যতেল। রেকর্ড আমদানির কারণে দাম কমেছে সর্ষে-সহ রান্নার তেলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ফের সস্তা হল ভোজ্যতেল। রেকর্ড আমদানির কারণে দাম কমেছে সর্ষে-সহ রান্নার তেলের। সূত্রের খবর, ভোজ্য তেলের রেকর্ড আমদানির কারণে স্থানীয় তেল-তৈলবীজ বাজারে আতঙ্ক তৈরি হওয়ার মধ্যেই শনিবার দিল্লির বাজারে বেশিরভাগ ভোজ্য তেলের দাম কমেছে। সর্ষে, সয়াবিন, তৈলবীজ, অপরিশোধিত পাম তেল (সিপিও) এবং পামোলিন এবং তুলা তেলের দাম কমেছে। চিনাবাদাম তেল এবং তৈলবীজের দাম অপরিবর্তিত আছে।
Cooking Oil Price ভোজ্যতেলের দামে বাম্পার পতন হোলিতে!
Mustard Oil Price এই শহরে প্রতি লিটার ১৫২ টাকায় সর্ষের তেল কিনে বাড়িতে নিয়ে আসা যাবে। এ ছাড়া বুলন্দশহর জেলাতেও সর্ষের তেল বিক্রি হচ্ছে নামমাত্র দামে। এখানে আপনি প্রতি লিটার ১৫৮ টাকায় কিনতে পারবেন তেল।
Cooking Oil Price ভোজ্যতেলের দামে বাম্পার পতন হোলিতে! Mustard Oil Price এই শহরে প্রতি লিটার ১৫২ টাকায় সর্ষের তেল কিনে বাড়িতে নিয়ে আসা যাবে। এ ছাড়া বুলন্দশহর জেলাতেও সর্ষের তেল বিক্রি হচ্ছে নামমাত্র দামে। এখানে আপনি প্রতি লিটার ১৫৮ টাকায় কিনতে পারবেন তেল।
advertisement

বাজার সূত্র জানায়, গত বছরের মার্চে শেষ পাঁচ মাসে ৫৭,৯৫,৭২৮ টন ভোজ্য তেল আমদানি করা হয়েছিল, যেখানে চলতি বছরের মার্চে শেষ পাঁচ মাসে তা ২২ শতাংশ বেড়ে ৭০,৬০,১৯৩ টন হয়েছে। এর বাইরে ২৪ লাখ টন ভোজ্য তেলের চালান এখনও আসেনি।

আরও পড়ুন: বাম্পার সুযোগ! ৫ টাকার নোট দিলেই মিলবে ২০ লাখ টাকা! কী ভাবে? দেখে নিন 'সঠিক' নিয়ম...

advertisement

এভাবে ব্যাপক আমদানি ও পাইপ লাইনে মজুদ থাকায় সর্ষের মতো স্থানীয় তেলবীজ বাজারে গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যা ভোজ্যতেলের দাম কমার প্রধান কারণ।

সর্ষের তেলের দামে ব্যাপক পতন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সূত্রের মতে, গত সপ্তাহে সর্ষের পাইকারি দাম ২৫০ টাকা কমেছে এবং আগের সপ্তাহের তুলনায় প্রতি কুইন্টাল ৫,১০৫-৫,২০০ টাকায় বন্ধ হয়েছে। সপ্তাহান্তে, সর্ষে দাদরি তেল ৬০০ টাকা কমে ৯,৯৮০ টাকা প্রতি কুইন্টালে বন্ধ হয়েছে। সর্ষে পাক্কি ঘানি তেলের দাম ৮০ টাকা কমে যথাক্রমে ১,৫৯৫-১,৭১৫ টাকা প্রতি টিন (১৫ কেজি) হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cooking Oil Price: মধ্যবিত্তের জন্য বড় সুখবর! রান্নার তেলের দামে ফের বাম্পার পতন! রেট কত? দেখুন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল