রাজ্য সরকারের ত্রাণ তহবিলে যাতে নিরাপদে টাকা পৌঁছে দেওয়া যায়, তাই এই ব্যবস্থা করা হয়েছে। সরাসরি একটি লিঙ্ক ব্যবহার করে তহবিলে টাকা দান করতে পারবেন গ্রাহকরা।
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের চিফ অপরেটিং অফিসার গণেশ অনন্তনারায়ণ জানিয়েছেন, ‘আমরা এই বিশেষ সুবিধা চালু করেছি যাতে গ্রাহকরা সহজে রাজ্য় সরকারের ত্রাণ তহবিলে টাকা পৌঁছে দিতে পারেন। এই লিঙ্কের সাহায্যে গ্রাহকরা সহজে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ত্রাণ তহবিলে পৌঁছে দিতে পারবেন। এই টাকা সামান্য সময়ে পৌঁছে যাবে তহবিলে। আমরা আমাদের গ্রাহকদের আবেদন করব তাঁরা যেন এগিয়ে এসে এই টাকা দান করেন।’
advertisement
করোনা মোকাবিলায় এই ত্রাণ তহবিলের টাকা পশ্চিমবঙ্গ সরকার ব্যবহার করবে। আয়কর আইনের 80G ধারায় এই অর্থ সম্পূর্ণ করমুক্ত হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2020 3:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের সাহায্যে এবার দান করা যাবে রাজ্যের ত্রাণ তহবিলে