কংগ্রেসের (Congress) তরফে প্রশ্ন তোলা হয়েছে, কোন অফিসার এবং নেতাকে ৮৫৪৬ কোটি টাকার এই ঘুষ দেওয়া হয়েছে? এর পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, ছোট ব্যবসায়ী এবং শিল্প সংস্থাগুলির স্বার্থ জলাঞ্জলি দিয়ে অ্যামাজনের (Amazon) মতো ই কমার্স সংস্থাকে একচেটিয়া বাজার দখলের সুযোগ করে দিতে আইন সংশোধনের জন্যই কি এই ঘুষ দেওয়া হয় কি না! আমাজনের যে ছ'টি সংস্থা এই ঘুষ দিয়েছে বলে অভিযোগ, তাদের নামও প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কংগ্রেস।
advertisement
আরও পড়ুন: ৫ বছরেই ভারতের বাজারে স্টারের তকমা; TRAI-এর স্বীকৃতিতেও সেরা রিলায়েন্স জিও !
রণদীপ সিং সুরজেওয়ালা আরও জানতে চেয়েছেন, ভারতের কোন সংস্থাগুলির অ্যামাজনের এই ছ'টি সংস্থার সঙ্গে সম্পর্ক রয়েছে৷ সুরজেওয়ালা প্রশ্ন তোলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষ দেওয়া বা লবিবাজি বেআইনি৷ তাছাড়াও, ৮৫৪৬ কোটি টাকার এই ঘুষ নিয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করা হল কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে৷
কংগ্রেসের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়টি নিয়ে চুপ কেন৷ এই বিষয়ে তিনি তদন্তের নির্দেশ দেবেন কি না, তাও জানতে চেয়েছে কংগ্রেস৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টের বর্তমান কোনও বিচারপতিকে দিয়ে এই অভিযোগের তদন্ত করা হবে না কেন, সেই প্রশ্নও তুলেছেন রণদীপ সুরজেওয়ালা৷