TRENDING:

Alipurduar News: চোখ ভাল রাখতে খাবারে রাখুন বেগুনি ফুলকপি, রয়েছে আরও একাধিক গুণ

Last Updated:

রঙীন ফুলকপি ফলিয়ে খুশি হ‍্যামিল্টনগঞ্জ এলাকার কৃষক ঘনশ‍্যাম ছেত্রী।কালচিনি ব্লকে এই প্রথম রঙীন ফুলকপির চাষ হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: রঙীন ফুলকপি ফলিয়ে খুশি হ‍্যামিল্টনগঞ্জ এলাকার কৃষক ঘনশ‍্যাম ছেত্রী।কালচিনি ব্লকে এই প্রথম রঙীন ফুলকপির চাষ হল।
advertisement

পরীক্ষামুলকভাবে নিজের বাড়ির আধ বিঘা জমিতে রঙীন ফুলকপির বীজ রোপন করেছিলেন।দু'মাসেই ফসল ফলেছে।যা দেখে খুশি ঘনশ‍্যাম ছেত্রী।

এখনও এই ফুলকপি তিনি বাজারে বিক্রি করেননি।স্থানীয়রা রঙীন ফুলকপি দেখতে হাজির হচ্ছেন তার বাড়িতে। ঘনশ‍্যাম ছেত্রী খেতের থেকে প্রতিবেশিদের তুলে দিয়েছেন রঙীন ফুলকপিগুলি।তার জমিতে গেলেই দেখা মিলবে বেগুনি,হলুদ ফুলকপির।ঘনশ‍্যাম ছেত্রী জানিয়েছেন,শুধুমাত্র পরীক্ষা করবেন ফলে ফালাকাটা থেকে রঙীন ফুলকপির বীজ এনেছিলেন তিনি।কোনও রাসায়নিক সার তিনি প্রয়োগ করেননি চাষে।গোবর সার দিয়ে হয়েছে চাষ।পরের বছর থেকে রঙীন ফুলকপি চাষ করে তা বাজারে বিক্রির জন‍্য তিনি পাঠাবেন।

advertisement

*রঙীন ফুলকপির গুনাবলী*

View More

হলুদ, বেগুনি রঙের এই রঙীন ফুলকপি স্বাস্থ্যগুণে ভরপুর এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। এগুলি রঙীন হলেও হাইব্রিড নয়। এদের আদি নিবাস ইতালি কিংবা দক্ষিণ আফ্রিকায়। এই ধরনের রঙীন ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। পাশাপাশি রয়েছে অ্যান্থোসায়ানিন, যা রক্তনালীকে সুস্থ রাখে এবং কোলাজেন ধ্বংস করে। এছাড়াও রঙীন ফুলকপিতে রয়েছে ক্যারোটিন, যা ত্বক আর চোখ ভাল রাখে।ভিটামিন সি ছাড়াও এই ফুলকপিতে রয়েছে ভিটামিন কে, যা রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alipurduar News: চোখ ভাল রাখতে খাবারে রাখুন বেগুনি ফুলকপি, রয়েছে আরও একাধিক গুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল