TRENDING:

#COVID 19: বদলে গেল বিমানে যাত্রা করার নিয়ম, জেনে নিন নতুন আপডেট....

Last Updated:

পিটিআই-এর খবর অনুযায়ী, মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত এই জন্য নেওয়া হয়েছে কারণ দেশে বিপুল সংখ্যক মানুষ করোনা ভাইরাস থেকে রিকভার করেছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেসামরিক বিমান পরিষেবা মন্ত্রক বদল করল বিমানে যাত্রার নিয়ম ৷ বিমানে যাত্রা করার জন্য যাত্রীদের যে সেল্ফ ডিক্লেরেশন ফর্ম (Self-Declaration Form) ফিলআপ করতে হয়, সম্প্রতি তাতে বদল করা হয়েছে ৷ মন্ত্রকের তরফে সমস্ত বিমান সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, গত ২১ দিনে যে যাত্রী করোনা পজিটিভ ছিলেন না কেবল তাঁদের যাত্রা করার অনুমতি দেওয়া হবে ৷ যাত্রা করার দিনের আগের ২১ দিন ধরা হবে ৷ পিটিআই তাদের একটি রিপোর্টে এই বিষয়ে জানিয়েছে ৷
advertisement

২১ মে বেসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের তরফে জারি নোটিফিকেশনে বলা হয়েছিল, গত ২ মাসে যাদের করোনা পজিটিভ পাওয়া যায়নি কেবল তাদের যাত্রা করতে দেওয়া হবে ৷ কিন্তু এখন বদল করে ২১ দিন করা হয়েছে ৷

পিটিআই-এর খবর অনুযায়ী, মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত এই জন্য নেওয়া হয়েছে কারণ দেশে বিপুল সংখ্যক মানুষ করোনা ভাইরাস থেকে রিকভার করেছেন ৷ সে ক্ষেত্রে আগের নিয়মে যাত্রীদের সমস্যা হতে পারে ৷ তাই এই সিদ্ধান্ত ৷ সেল্ফ ডিক্লেরেশন ফর্মে এই বদলের কথা কয়েকনদিন আগেই বিমান সংস্থাগুলিকে জানানো হয়েছে ৷

advertisement

করোনা থেকে সুস্থ হয়ে গিয়েছেন এমন ব্যক্তি কিছু শর্ত মেনে বিমানে যাত্রা করতে পারবেন ৷ বিমান যাত্রার দিনের আগের ৩ সপ্তাহে তার রিপোর্ট পজিটিভ না এলে তিনি যাত্রা করতে পারবেন ৷ তবে তাদের কোভিড-১৯ ডিসচার্জ সার্টিফিকেট দেখাতে হবে ৷ এই সার্টিফিকেট থাকলে তবেই যাত্রা করার অনুমতি দেওয়া হবে ৷ যে হাসপাতালে করোনার চিকিৎসা হয়েছে সেখান থেকেই এই সার্টিফিকেট পাওয়া যাবে ৷

advertisement

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর পর্যন্ত দেশের ৮.৪ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর মধ্যে ৫.১৫ লক্ষ জন সুস্থও হয়ে গিয়েছেন ৷ এই হিসেবে ভারতে রিকভারি রেট প্রায় ৬৩ শতাংশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করেছে কেন্দ্র সরকার ৷ দেশজুড়ে লকডাউনের পর ২৫ মে থেকে দেশে ফের বিমান পরিষেবা চালু করা হয়েছিল ৷ করোনার জেরে প্রায় দু’মাস বন্ধ ছিল বিমান পরিষেবা ৷ তবে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার এখনও কোনও অনুমতি দেওয়া হয়নি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
#COVID 19: বদলে গেল বিমানে যাত্রা করার নিয়ম, জেনে নিন নতুন আপডেট....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল