advertisement
টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা বাজাজ-ও জানাচ্ছে, মোটরসাইকেলের অ্যালয় হুইলের বেশির ভাগটাই আসে চিন থেকে৷ তার কারণ অন্যান্য দেশের তুলনায় চিন সস্তায় বিক্রি করে৷ ফলে মোটরসাইকেল তৈরির জন্য চিন থেকে যন্ত্রাংশ আনাটা জরুরি৷
সম্প্রতি সীমান্ত ইস্যুতে ভারত ও চিনের সম্পর্ক খারাপ হয়েছে৷ তার প্রভাব পড়তে পারে গাড়ি শিল্পেও৷ বিশেষ করে ইলেক্ট্রিক ভেহিকল তৈরির ব্যবসা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা প্রবল৷ ‘Impact of Chinese Goods on Indian Industry’ ২০১৯ সালের রিপোর্ট বলছে, ২০১৯ সালে চিন থেকে ভারতে আমদানি ৫০০০ কোটি মার্কিন ডলার বেড়েছে৷ রফতানি বেড়েছে ২৫০০ কোটি মার্কিন ডলার৷ ভারতের মোট বাণিজ্য ঘাটতির ৪০ শতাংশই মেটায় চিনের সঙ্গে ব্যবসা৷
কেন্দ্র ইলেক্ট্রিক ভেহিকল বাড়ানোর উপরে যখন জোর দিচ্ছে, তখন চিনের সঙ্গে সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন গাড়ি শিল্প বিশেষজ্ঞরা৷ একটি ইলেক্ট্রিক গাড়ির দামের ৫০ শতাংশই হয় ব্যাটারির দাম৷ বিশ্বের ৫টি বৃহত্তম ব্যাটারি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে দুটিই চিনের৷