একটি মিসড কলের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স জানতে পারবেন ৷ এর জন্য পিএফ অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এরপর আপনার ফোনে এসএমএস চলে আসবে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্সের ৷ মেসেজে পিএফ নম্বর, নাম, জন্মতারিখ, ইপিএফ ব্যালেন্স সব জানা যাে ৷
অন্যদিকে, এসএমএস-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স জানার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে মেসেজ করতে হবে ৷ EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ ENG-র বদল অন্য ভাষার তিনটি ক্যারেক্টর লিখতে হবে যে ভাষায় আপনি তথ্য চাইছেন ৷ ইংরেজির পাশাপাশি হিন্দি, পঞ্জাবী, গুজরাতি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মলায়লম ও বাংলা ৷
advertisement
EPFO-এর মেম্বররা উমাং অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে আপনার পিএফ ব্যালেন্স জানতে পারবেন ৷ Umang App লঞ্চ করেছে সরকার ৷ এর সাহায্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত ধরনের পরিষেবা এক জায়গা থেকে পাওয়া যাবে ৷ অ্যাপের সাহায্যে ইপিএফ পাসবুক দেখার পাশাপাশি ক্লেম করতে পারবেন ৷ ক্লেম আপনি অ্যাপের মাধ্যমে ট্র্যাকও করতে পারবেন ৷ অ্যাপ শুরু করার জন্য আপনার মোবাইল নম্বর একবার ফের রেজিস্ট্রেশন করতে হবে ৷