TRENDING:

অ্যালার্ট জারি করল UIDAI, দেখে নিন আপনার Aadhaar Card জাল নয় তো ?

Last Updated:

দেখে নিন কীভাবে চেক করবেন আপনার আধার আসল না ফেক-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে দেশের সকল নাগরিকদের জন্য আধার কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আধার নম্বর থাকা এখন বাধ্যতামূলক ৷ শুধু তাই নয়, যে কোনও সরকারি যোজনার সুবিধা নেওয়ার জন্য আধার নম্বর লাগে ৷ কিন্তু আপনার কাছে থাকা আধার কার্ড জাল নয় তো ? এটা জেনে রাখাও অত্যন্ত জরুরি ৷ আধার কার্ডের গুরুত্ব যত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আধার কার্ড নিয়ে ফ্রডের ঘটনাও ৷ সম্প্রতি UIDAI-এর তরফে অ্যালার্ট জারি করা হয়েছে ৷ অ্যালার্টে বলা হয়েছে যে কোনও ১২ ডিজিটের সংখ্যা আধার নম্বর নয় ৷ বর্তমানে আধার নিয়ে ফ্রড বেড়েই চলেছে ৷ এর জেরে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার আধার নম্বর আসল না জাল ৷
advertisement

UIDAI ট্যুইটে জানানো হয়েছে, আপনার আধার নম্বর আসল না জাল সেটা তাদের ওয়েবসাইটে গিয়ে সহজেই জানতে পারবেন ৷ এছাড়া আধার নম্বর যাচাই করার জন্য mAadhaar অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে ৷

দেখে নিন কীভাবে চেক করবেন আপনার আধার আসল না ফেক-

>> সবার প্রথমে https://resident.uidai.gov.in/verify লিঙ্কে যেতে হবে

advertisement

>> ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যাবে

>> একটি টেক্সট বক্স দেখা যাবে সেখানে নিজের আধার নম্বর এন্টার করতে হবে

>> আধার নম্বর দেওয়ার পর ক্যাপচা কোড দিতে হবে

>> ভেরিফাই বটন ক্লিক করতে হবে

>> আপনার আধার নম্বর সঠিক হলে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে একটি মেসেজ আসবে যে আপনার আধার নম্বর এটা যেমন 9908XXXXXXXX

advertisement

>> এর পাশাপাশি আপনার বয়স, লিঙ্গ ও রাজ্যের নাম দেখা যাবে

>> এই ভাবে চেক করতে পারবেন আপনার আধার নম্বর সঠিক না জাল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আধার সংক্রান্ত কোনও সমস্যা থাকলে 1947 টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ৷ এছাড়া help@uidai.gov.in ইমেল করেও অভিযোগ জানাতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অ্যালার্ট জারি করল UIDAI, দেখে নিন আপনার Aadhaar Card জাল নয় তো ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল