UIDAI ট্যুইটে জানানো হয়েছে, আপনার আধার নম্বর আসল না জাল সেটা তাদের ওয়েবসাইটে গিয়ে সহজেই জানতে পারবেন ৷ এছাড়া আধার নম্বর যাচাই করার জন্য mAadhaar অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে ৷
দেখে নিন কীভাবে চেক করবেন আপনার আধার আসল না ফেক-
>> সবার প্রথমে https://resident.uidai.gov.in/verify লিঙ্কে যেতে হবে
advertisement
>> ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যাবে
>> একটি টেক্সট বক্স দেখা যাবে সেখানে নিজের আধার নম্বর এন্টার করতে হবে
>> আধার নম্বর দেওয়ার পর ক্যাপচা কোড দিতে হবে
>> ভেরিফাই বটন ক্লিক করতে হবে
>> আপনার আধার নম্বর সঠিক হলে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে একটি মেসেজ আসবে যে আপনার আধার নম্বর এটা যেমন 9908XXXXXXXX
>> এর পাশাপাশি আপনার বয়স, লিঙ্গ ও রাজ্যের নাম দেখা যাবে
>> এই ভাবে চেক করতে পারবেন আপনার আধার নম্বর সঠিক না জাল
আধার সংক্রান্ত কোনও সমস্যা থাকলে 1947 টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ৷ এছাড়া help@uidai.gov.in ইমেল করেও অভিযোগ জানাতে পারবেন ৷