এরকম অনেকেই আছেন যাঁদের অ্যাকাউন্টে স্কিমের টাকা এখনও আসেনি ৷ এরকম হয়ে থাকলে চিন্তার কোনও দরকার নেই ৷ সরকারের তরফে জারি হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ৷ এছাড়া এলাকার কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে পারবেন ৷
কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা না পেয়ে থাকলে 011 24300606 / 011 23381092 হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানান ৷ এছাড়া সোমবার থেকে শুক্রবার পিএম কিষাণ হেল্প ডেস্কে (PM KISAN Help Desk) ইমেল pmkisan ict@gov.in করে যোগাযোগ করতে পারবেন ৷ কৃষকরা এই লিঙ্কে গিয়েও https://pmkisan.gov.in/Grievance.aspx অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
পিএম কিষাণের সুবিধাভোগীদের স্টেটাস দেখার জন্য https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx লিঙ্কে যেতে হবে ৷ এরপর আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে ৷ তাহলেই কিষাণ সম্মান নিধি যোজনায় আপনার স্টেটাস জানতে পারবেন ৷
সুবিধাভোগীদের লিস্ট দেখার জন্য -
প্রথমে https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx লিঙ্কে ক্লিক করতে হবে
এরপর রাজ্য, জেলা, শহর, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে
শেষে “Get Report” এ ক্লিক করতে হবে