আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? দেখে নিন কী কী সুবিধা পেতে পারেন...
রিজার্ভ ব্যাঙ্কের তরফে মার্চ মাসের জন্য ব্যাঙ্কের ছুটির দিন ঘোষণা করে দিয়েছে ৷ ১ মার্চ মঙ্গলবার মহাশিবরাত্রির ছুটি ৷ আরবিআই-এর তথ্য অনুযায়ী, মার্চ ২০২২-তে উৎসহ ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জেরে আলাদা আলাদা জোনে মোট ৭দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড় রবিবারগুলি ও প্রত্যেক মাসের দ্বিতীয় ও তৃতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
আরও পড়ুন: রেকারিং ডিপোজিট খোলার কথা ভাবছেন? তার আগে অবশ্যই এগুলো জেনে নিন...
- ১ মার্চ (মহা শিবরাত্রী)- আগড়তলা, আইজল, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, নয়াদিল্লি, পানাজি, পটনা ও শিলং ছাড়া অন্যান্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ ৷
- ৩ মার্চ (লোসার)- গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ
- ৪ মার্চ (চপচার কুট)- আইজলে ব্যাঙ্ক বন্ধ
- ৬ মার্চ (রবিবার)- সাপ্তাহিক ছুটি
- ১২ মার্চ (শনিবার)- মাসের দ্বিতীয় শনিবার
- ১৩ মার্চ (রবিবার)- সাপ্তাহিক ছুটি
- ১৭ মার্চ (হোলিকা দহন)- দেরাদুন, কানপুর, লখনউ ও রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ
- ১৮ মার্চ (হোলি/ দোল যাত্রা)- বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কলকাতা, তিরুঅনন্তপুরম ছাড়া অন্যান্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ
- ১৯ মার্চ (হোলি)- ভুবনেশ্বর, ইম্ফল ও পটনায় ব্যাঙ্ক বন্ধ
- ২০ মার্চ (রবিবার)- সাপ্তাহিক ছুটি
- ২২ মার্চ (বিহার দিবস)- পটনায় ব্যাঙ্ক বন্ধ
- ২৬ মার্চ (শনিবার)- মাসের চতুর্থ শনিবার
- ২৭ মার্চ (রবিবার)- সাপ্তাহিক ছুটি
আরও পড়ুন: ১৮ মাসের বকেয়া DA নিয়ে বড় খবর, শীঘ্রই ওয়ান টাইম সেটেলমেন্ট করবে সরকার!
এটিএম ও ডিজিটাল ব্যাঙ্কিংয়ে কোনও প্রভাব পড়বে না
RBI এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মার্চ মাসে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ATM ও Digital Banking পরিষেবায় কোনও প্রভাব পড়বে না ৷ এই ছুটির জেরে কেবল সেই গ্রাহকরাই প্রভাবিত হবেন যাঁদের ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনও কাজ করতে হবে ৷ এর মধ্যে চেক ক্লিয়ারেন্স ও কেওয়াইসি-র মতো পরিষেবা সামিল রয়েছে ৷