শুক্রবার নয়ডায় পেট্রোলের দাম ২৪ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৭৬ টাকা হয়েছিল ৷ ডিজেল ২১ পয়সা কমে ৮৯.৯৩ টাকা হয়েছে ৷ লখনউতেও পেট্রোল ও ডিজেলের দাম ৫ পয়সা প্রতি লিটারে কমেছিল ৷
আরও পড়ুন: দাম চড়ছে টায়ারের! ক্রেতার সুবিধায় খরচে রাশ টানতে এবার বিশেষ পদক্ষেপ
সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি দাম অনুযায়ী, এদিন সকালে নয়ডায় পেট্রোল ২৪ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৭৬ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ২১ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৯৩ টাকা হয়েছে ৷ লখনউতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ পয়সা কমে গিয়েছে ৷ অন্যদিকে, দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে এদিন পেট্রোল ও ডিজেলের দামও স্থির রয়েছে ৷ অশোধিত তেলের দাম গত ২৪ ঘণ্টায় ব্রেন্ট ক্রডের দাম ৩ ডলারের বেশি বেড়ে প্রতি ব্যারেলে ৯৬.৫৮ ডলার ৷ WTI এর দাম ৩ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৯০.৫৫ ডলার হয়েছে ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
অন্যান্য শহরে জ্বালানির দাম
নয়ডা- পেট্রোল ৯৬.৭৬ টাকা, ডিজেল ৮৯.৯৩ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
আরও পড়ুন: শুনেছেন না কি? ২০৩০ সালের মধ্যে দেশের ১ শতাংশ জনতাই হবেন কোটি টাকার মালিক!
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷